১১ টা থেকে পরীক্ষা শুরু হয়। তার আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় পরীক্ষার্থীরা। হুগলি জেলায় মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রী বেশি পাঁচ হাজার, পরীক্ষা কেন্দ্রও বেশি গতবারের তুলনায়। পরীক্ষার্থীরা স্কুলের গেটে রুম নম্বর ও সিট নম্বর দেখে নিয়ে স্কুলে ঢুকছে। এবছর হুগলি জেলায় মোট ১৪৫ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। হুগলি জেলায় মোট পরীক্ষার্থী ৫৬,০৫৯ জন। ছাত্র ২৫,২৩৫ জন। ছাত্রী ৩০৮২৪ জন।
advertisement
আরও পড়ুন: বাবা-মা দৃষ্টিহীন, ভিক্ষা করে দিনযাপন! মাধ্যমিক দিতে কীভাবে পৌঁছবে মেয়ে? সাহায্য করল কে জানেন?
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জীবনের প্রথম বড় পরীক্ষা, তাই একটু টেনশন একটু উৎকন্ঠা তো থাকবেই, তবে পরীক্ষার প্রস্তুতি ভাল হওয়ায় পরীক্ষা ভালই হবে। আর প্রথম পরীক্ষা ভাল হলে পরের পরীক্ষাগুলোও ভাল হবে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা আর অভিভাবকদের উপস্থিতি সকাল থেকে।
এ বিষয়ে অভিভাবকরা জানান, ছেলেমেয়েদের পরীক্ষা হলেও টেনশনটা বেশি থাকে মা-বাবাদের। সকাল থেকেই ঘুম থেকে ওঠার পর থেকেই ছেলেকে পড়ানো তারপরে তাকে পরীক্ষার হলে নিয়ে আসা সেই সবই কাজে ব্যস্ত অভিভাবকরা। সময় মত প্রথম দিনের পরীক্ষায় আগে আগে পৌঁছানোর কথা তাই আগে আগেই সকলে পৌঁছে গেছেন স্কুলের সামনে। ১১ টা থেকে শুরু হয়েছে প্রথম দিনের পরীক্ষা। পরীক্ষার মধ্যে যাতে কোন বিশৃঙ্খলা না তৈরি হয় বা পরীক্ষা হলে কেউ যাতে অনৈতিক কোনো ব্যবস্থাপনা না করতে পারে তার জন্য করা পুলিশ নিরাপত্তা রয়েছে গোটা এলাকা জুড়ে।
রাহী হালদার





