ঝালদা ২ নম্বর ব্লকের বামনিয়া-ব্যালাডি গ্রাম পঞ্চায়েতের বামনিয়া গ্রামের বাসিন্দা জিত্নী কুমার, বয়স তাঁর ৭৬ বছর। ২০১৫ সালে স্বামীর মৃত্যু হয়। তাঁর একমাত্র নাতির সংসারে তিনি রয়েছেন। ২০১৩ সাল থেকে বার্ধক্য ভাতা পেয়ে এলেও গত ফেব্রুয়ারি মাস থেকে সেই ভাতা বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন: ‘ভোটের আগে কংগ্রেসের হবু প্রার্থীকে খুন করেছে শাসকদল’, অধীরের বিস্ফোরক দাবি! ঘটনায় গ্রেফতার ৩
advertisement
এরপর খোজ নিতে বৃদ্ধা ঝালদা ২নম্বর ব্লকের বিডিও অফিসের দারস্থ হলে তিনি জানতে পারেন, গ্রাম পঞ্চায়েত থেকে তাঁকে মৃত হিসেবে রিপোর্ট দেওয়া হয়েছে। এই ব্যাপারে ব্লকের বিডিওর সঙ্গে দেখা করে জানতে গেলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে তিনি লিখিত ভাবে অভিযোগ করেছেন জেলাশাসককে।
আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলার মোচা এই ভয়ানক রোগ থেকে রেহাই দেবেই!
তাঁর অভিযোগ, ‘আমি যে জীবিত অবস্থায় আছি, তারই প্রমাণ দিতে আমি জেলাশাসকের কাছে উপস্থিত হয়েছি।’ যদিও জেলাশাসকের সঙ্গে দেখা না হলেও অতিরিক্ত জেলাশাসক (জেনারেল)-এর সঙ্গে দেখা করে বিষয়টি জানান তিনি। তাঁর বার্ধক্য ভাতা পুনরায় চালু করার আবেদনও জানিয়েছেন। জেলাশাসক রজত নন্দা বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।