WB Panchayat Election 2023 | Adhir Chowdhury: 'ভোটের আগে কংগ্রেসের হবু প্রার্থীকে খুন করেছে শাসকদল', অধীরের বিস্ফোরক দাবি! ঘটনায় গ্রেফতার ৩

Last Updated:

WB Panchayat Election 2023 | Adhir Chowdhury: ইমরান শেখ গ্রেফতার হতেই এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করল খড়গ্রাম থানার পুলিশ।

কংগ্রেস কর্মী খুনে বিস্ফোরক অধীর চৌধুরী
কংগ্রেস কর্মী খুনে বিস্ফোরক অধীর চৌধুরী
 কান্দি:  খড়গ্রামের কংগ্রেস কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও একজন। পুলিশ জানিয়েছে ধৃতের নাম ইমরান শেখ ওরফে সাকিরুল শেখ। বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর গ্রামে । শনিবার রাতে খড়গ্রাম থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ৩৪১, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩০২, ১২০বি আইপিসি + ২৫/ ২৭ আর্মস অ্যাক্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ইমরান শেখ গ্রেফতার হতেই এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করল খড়গ্রাম থানার পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর নলদীপ গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের। সেই ঘটনায় মোট ১৫জনের বিরুদ্ধে খড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার রাতেই গ্রেফতার করা হয় সাফিরুল শেখ ও কাজল শেখকে। ধৃত দুইজনকে শনিবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে সাতদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন কান্দি মহকুমা আদালতের বিচারক ভাস্কর মজুমদার। এবার সেই খুনের ঘটনায় গ্রেফতার করা হল ইমরান শেখকে। ফলে খুনের ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করল খড়গ্রাম থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় বিপুল বদল আবহাওয়ায়, বৃষ্টি শুরু হবে জেলায় জেলায়! কলকাতা নিয়ে চরম ‘দুশ্চিন্তা’
শনিবার সকালেই মুর্শিদাবাদ জেলা কান্দি মহকুমা হাসপাতালে কংগ্রেস কর্মী খুনের পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী। মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন পাশাপাশি আহতের পরিবারের সঙ্গেও কথা বলেন। হাসপাতাল থেকেই পুলিশের ডিজিকে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে ফোন করেন। প্রসঙ্গত নিহত ফুলচাদ শেখ পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি চালাচ্ছিল বলেই তাকে খুন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
advertisement
আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলার মোচা এই ভয়ানক রোগ থেকে রেহাই দেবেই!
নলদ্বীপ গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাকিব শেখের বাড়িতেই ধৃত কাজল শেখ ও সফিক শেখ অনেক আগে থেকেই অপেক্ষা করছিল বলে পরিবারের অভিযোগ। সেখানেই তারা আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত করে রেখেছিল। মা মেরিনা বিবি বলেন, ‘আমার অন্য ছেলে সোপুল্লাকে খুন করার জন্য এসেছিল, ওকে না পেয়ে ফুলচাদকে গুলি করে। সেই সময় ওরা বলে একে খুন করলে কংগ্রেসের তাও একটা ভোট কমবে । আমি এর বিচার চাই। ধৃত কাজল শেখ ও সফিক শেখ এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে পরিচিত। এদের নামে আগেও একাধিক অভিযোগ রয়েছে।’
advertisement
তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাকিব শেখের অনুগামী হিসাবেই তারা পরিচিত। এদিন অধীর চৌধুরী দাবি করেন, ‘ফুলচাঁদ শেখকে খুন করে কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। এই রাজ্যে মুখ্যমন্ত্রী বুলেটের শাসন চালাচ্ছেন। ঠিক ভাবে ভোট হলে তৃণমূলকে খালি হাতে ফিরতে হবে সেটা বুঝে গেছে, আর সেই কারণে বুলেটের ভয় দেখিয়ে ভোট করাতে চাইছে।’ তৃণমূলের উত্তর মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান কানাই মণ্ডল বলেন, ‘এটা পারিবারিক কারণে খুন। এখন আমাদের নামে দোষারোপ করা হচ্ছে। পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করলে সঠিক তথ্য উঠে আসবে।’ কংগ্রেস কর্মী খুনের পরে অধীর চৌধুরী রাজ্যপালকে চিঠি লেখেন হস্তক্ষেপ চেয়ে । তিনি চিঠিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর আবেদন জানান। ঘটনায় নিহত ও আহতদের বিবরণ দিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছে বলে অভিযোগ করেন চিঠিতে।
advertisement
প্রণব বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023 | Adhir Chowdhury: 'ভোটের আগে কংগ্রেসের হবু প্রার্থীকে খুন করেছে শাসকদল', অধীরের বিস্ফোরক দাবি! ঘটনায় গ্রেফতার ৩
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement