Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
সূত্রের খবর, ডোমকলের অশান্তির পর পরই মুর্শিদাবাদের জেলা প্রশাসককে ফোন করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷ বলেন, ‘‘এই সব কী হচ্ছে? কেন মনোনয়ন জমা দিতে পারছে না? আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন, যাতে জমা দিতে পারে। প্রয়োজনে পুলিশের সঙ্গে আলোচনা করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’’
advertisement
অন্যদিকে, সূত্রের খবর, গোটা বিষয়টি নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গেও ফোনে কথা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা নিয়ে আলোচনা হয়েছে রাজ্য পুলিশের ডিজি এর সঙ্গে। তাঁদের আলোচনার কেন্দ্রে মূলত ডোমকল ও খরগ্রামই ছিল বলে সূত্রের খবর। সূত্রের খবর, কমিশনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে ‘জিরো টলারেন্স নীতি’ মেনে চলতে হবে পুলিশকে।
এছাড়াও, জানা গিয়েছে, কমিশনারের সঙ্গে আলোচনার পরে মুর্শিদাবাদ যেতে পারেন রাজ্য পুলিশের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক।
গত শুক্রবারই মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে৷ তার পর এ দিন সকালে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ডোমকল৷
আরও পড়ুন: আজ থেকেই শুরু মনোনয়ন জমা! হাতে সময় মাত্র ৬ দিন, বিশৃঙ্খলা রুখতে কী কী করছে কমিশন?
অভিযোগ, এ দিন সকাল থেকেই ডোমকলের বিডিও অফিসের গেট ঘেরাও করে রেখেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা৷ সিপিএম, কংগ্রেসের প্রার্থী ও সমর্থকরা মনোনয়ন জমা দিতে গেলে তাঁদের মারধর করে মনোনয়নে বাধা দেওয়া হয় বলে অভিযোগ৷ ফলে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়৷ বিরোধী দলের প্রার্থীদের ঘিরে ধরে বাঁশ, লাঠি দিয়ে মারধরের ছবিও ধরা পড়েছে ক্যামেরায়৷
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী৷ এমনকি, লাঠি হাতে রাস্তায় নামানো হয় সিভিক পুলিশ ভলান্টিয়ারদেরও৷ সবমিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা৷