TRENDING:

Library: লাইব্রেরি খোলা রাখার নিয়মে বদল! সুবিধা বাড়বে চাকরিজীবী, পড়ুয়াদের! কি পরিকল্পনা মন্ত্রীর

Last Updated:

লাইব্রেরি খোলার নিয়ে বদল আসতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: চাকরিজীবী ও পড়ুয়াদের সুবিধার্থে পূর্ব বর্ধমান সহ রাজ্যের সরকারি গ্রন্থাগারগুলি রবিবার খোলা রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি পূর্ব বর্ধমানের জেলাশাসকের কনফারেন্স হলে রাজ্যের পাঁচটি জেলার গ্রন্থাগার পরিষেবা নিয়ে এক গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, জেলা শাসক আয়েশা রাণী, পাঁচ জেলার জেলা গ্রন্থাগারিক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
মিটিং 
মিটিং 
advertisement

এই পাঁচটি জেলা হল পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং বীরভূম। মন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে যে গ্রন্থাগারগুলির বই নষ্ট হয়েছে, সেগুলিকে নতুনভাবে গড়ে তোলা এবং বইয়ের সংগ্রহ পুনরায় সমৃদ্ধ করার দিকেই জোর দেওয়া হচ্ছে। রাজ্যে বর্তমানে ২৪৮০টি সরকারি গ্রন্থাগার থাকলেও, বহু গ্রন্থাগার কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। তাই সেগুলিকেও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: শারীরিক কসরতের সঙ্গে সমাজসেবা! বিনাপারিশ্রমিকে রোজ কয়েক কিমি রাস্তা ঝাঁট দিয়ে এক ঢিলে দুই পাখি মারছেন সনৎ বাবু!

রবিবার লাইব্রেরি খোলা রাখার বিষয়ে তিনি জানান, চাকুরিজীবী, পরীক্ষার্থী এবং পাঠক সমাজের সুবিধার্থে এমন ভাবনা নেওয়া হয়েছে। যদিও এখনই এই সিদ্ধান্ত কার্যকর হয়নি, তবে খুব শীঘ্রই এটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মন্ত্রী আরও বলেন, প্রতিটি জেলায় ‘মডেল লাইব্রেরি’ গড়ে তোলা হবে, যেখানে থাকবে আধুনিক ও উন্নত পরিষেবা। বিশেষ করে রিসার্চ স্কলার ও উচ্চশিক্ষার্থীদের উপযোগী করে এই লাইব্রেরিগুলির পরিকাঠামো গড়ে তোলা হবে। এছাড়া ছাত্রছাত্রীদের লাইব্রেরিমুখী করে তুলতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই উদ্যোগগুলি সফল হলে রাজ্যের পাঠাগার ব্যবস্থায় নতুন দিশা আসবে বলে আশা করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Library: লাইব্রেরি খোলা রাখার নিয়মে বদল! সুবিধা বাড়বে চাকরিজীবী, পড়ুয়াদের! কি পরিকল্পনা মন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল