East Bardhaman News: শারীরিক কসরতের সঙ্গে সমাজসেবা! বিনাপারিশ্রমিকে রোজ কয়েক কিমি রাস্তা ঝাঁট দিয়ে এক ঢিলে দুই পাখি মারছেন সনৎ বাবু!

Last Updated:

পূর্ব বর্ধমানের সনৎ বাবু রোজ কয়েক কিমি রাস্তা ঝাঁট দেন বিনাপারিশ্রমিকে

+
সনৎ

সনৎ মণ্ডল 

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা এক ব্যক্তি একাই পরিষ্কার রাখেন প্রায় কয়েক কিলোমিটার রাস্তা। বিগত ১০ বছর ধরে এই কাজ করে চলেছেন পূর্ব বর্ধমানের বাসিন্দা সনৎ কুমার মন্ডল। সনৎ বাবুর কাছে আসলে টাকা-পয়সা এবং ব্যক্তিগত স্বার্থ মূল্যহীন। তিনি কাজ করেন শুধুমাত্র সমাজের জন্য। সমাজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যেন তাঁর একমাত্র কর্তব্য। যখন ঠিকভাবে দিনের আলো ফোটেনা, সবাই যেসময় ঘুমিয়ে থাকে ঠিক তখনই বাড়ি থেকে রাস্তা পরিষ্কারের উদ্যেশ্যে বেরিয়ে পড়েন সনৎ বাবু। রোজ ভোর তিনটে বাজলেই কাজ শুরু করেন তিনি। পূর্বস্থলীর চুপি পাখিরালয় থেকে পারুলিয়া পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার রাস্তা ধাপে ধাপে পরিষ্কার করেন। মন্দির, মসজিদ, পার্টি অফিস, রাস্তা কোন কিছুই বাদ পড়েনা। তবে নিঃস্বার্থভাবে এই কাজ তিনি কেন করছেন?
এই প্রসঙ্গে সনৎ কুমার মণ্ডল বলেন, “আমি একটা ব্যবসা করি আর ব্যবসা মানেই সব সময় বসে থাকা। বসে থাকলেই রোগ হবে। তাই আমি চিন্তাভাবনা করলাম, এমন একটা কাজ করব যেটা এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বেশি প্রয়োজন। আমার নিজের হাঁটাচলাও হবে আবার পরিবেশের কাজও করতে পারব। কারণ পরিবেশ পরিষ্কার রাখা এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই চিন্তাভাবনা নিয়েই আমি কাজ শুরু করেছি।”
advertisement
advertisement
পূর্বস্থলী দুই ব্লকের ধারাপাড়া গ্রামের বাসিন্দা সনৎ কুমার মণ্ডল। বাবা, মা, স্ত্রী, দুই মেয়ে এবং ভাইয়ের স্ত্রী সন্তান নিয়ে ভরা সংসার সনৎ এর। তাঁর নিজের একটা ছোট্টো কাঁসা পিতল, ফার্নিচার এবং হার্ডওয়্যারের দোকান রয়েছে। এই দোকানই তাঁর রুজি রুটির একমাত্র ভরসা। তবে ব্যবসা সামলানোর পাশাপাশি তিনি ভালবেসে এই কাজ করেন। ভোর হলেই স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন রাস্তা পরিষ্কারের উদ্দেশ্যে। সঙ্গে থাকে দুটো বড় ঝাঁটা, হাতে গ্লাভস এবং মুখে বাঁধা থাকে কালো মাস্ক। ভোর থেকে শুরু করে সকাল আটটা পর্যন্ত তিনি এই কাজ চালিয়ে যান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সকালের দিকে রাস্তায় অনেকেই সনৎ বাবুকে দেখে হয়ত ভাবেন যে তিনি সাফাইকর্মী। তবে আসল সত্যি এই মানুষটা সমাজকে ভালবেসে নিজের দেশকে ভালবেসে পাগলের মত এই কাজ করেন বিনা পারিশ্রমিকে। উল্টে রাস্তা পরিষ্কার করতে গিয়ে তাঁর নিজের পকেট থেকেই টাকা খরচ হয়। তিনি তাঁর স্কুটিতে রাখেন চকলেট এবং বিস্কুট। যেগুলো প্রত্যেকদিন তিনি রাস্তা পরিষ্কারের সময় ছোট বাচ্চা এবং দুঃস্থ মানুষদের উপহার দেন। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা পরিতোষ ঘোষ বলেন, “ওর ছুটি নেই, ছোট থেকেই ওকে দেখে আসছি এই কাজ ও বিনা পারিশ্রমিকে নিঃস্বার্থভাবে করে আসছে। সমাজে এরকম মানুষের আরও প্রয়োজন রয়েছে।”
advertisement
সনৎ এই কাজ প্রথম শুরু করেছিলেন ২০১৪ সাল থেকে। তবে প্রথম দিকে পরিবারের তরফ থেকেও বাঁধা এসেছিল। তাঁকে শুনতে হয়েছিল যে ঘরের খেয়ে তিনি বনের মোষ তাড়াতে যাচ্ছেন। পাড়া প্রতিবেশীরাও কটূক্তি, মজা, খিল্লি করেছিল। তবে কাউকে পরোয়া না করে এখনও পর্যন্ত একটানা তিনি চালিয়ে যাচ্ছেন রাস্তা পরিষ্কারের কাজ। এখন পরিবার তো দূরের কথা, হাজারও মানুষ সনৎকে নিয়ে গর্ব অনুভব করেন। সনৎ বাবু জানিয়েছেন আগামী দিনেও তিনি এই কাজ চালিয়ে যাবেন। সবমিলিয়ে নিঃস্বার্থ ভাবে দেশের কথা ভেবে পূর্ব বর্ধমানের সনৎ এর নেওয়া এহেন উদ্যোগ সত্যিই অভিনব।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: শারীরিক কসরতের সঙ্গে সমাজসেবা! বিনাপারিশ্রমিকে রোজ কয়েক কিমি রাস্তা ঝাঁট দিয়ে এক ঢিলে দুই পাখি মারছেন সনৎ বাবু!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement