TRENDING:

WB HS Results 2024: উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম পূর্ব বর্ধমানের এই তিন পড়ুয়া, দেখুন বিস্তারিত 

Last Updated:

পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী প্রথম দশের মেধা তালিকায় রয়েছে মোট ৫৮ জন কৃতি শিক্ষার্থী। যাদের মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান জেলার মোট চার জন পড়ুয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: প্রকাশিত হয়েছে ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের ফলাফল। প্রথম দশের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে পূর্ব বর্ধমানের পড়ুয়ারাও। পরীক্ষার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক ২০২৪ এর ফলাফল। পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী প্রথম দশের মেধা তালিকায় রয়েছে মোট ৫৮ জন কৃতি শিক্ষার্থী। যাদের মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান জেলার মোট চার জন পড়ুয়া।
advertisement

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, বাড়ল পাশের হার, এ বছর পাশ ৯০ শতাংশ পড়ুয়া

উচ্চ মাধ্যমিক ২০২৪ এর প্রথম ১০ এর মেধা তালিকায় জায়গা করে নিয়েছে পূর্ব বর্ধমানের আফরিন মণ্ডল, অন্তরা শেঠ, ইন্দ্রানী সেন এবং সোহম কোনার। তবে এই চার জন পড়ুয়ার মধ্যে আফরিন মণ্ডল রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। আর পূর্ব বর্ধমানের বাকি তিন পড়ুয়া রয়েছে দশম স্থানে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিকে দশম পূর্ব বর্ধমানের এই তিন পড়ুয়া ঠিক কী জানাচ্ছেন। দশম স্থানাধিকারী অন্তরা শেঠ জানায়, “ফল ভাল হবে আশা করেছিলাম কিন্তু মেধাতালিকায় জায়গা পাব সেটা আশা করিনি। পড়তে বসার কোনও নির্দিষ্ট টাইম ছিল না। যতক্ষণ মন হত ততক্ষণই পড়তাম। প্রিয় বিষয় ইংরেজি, ইংরেজি সাহিত্য নিয়ে পড়ে শিক্ষিকা হতে চাই। পড়াশোনার বাইরে গল্প শুনতে ভালো লাগে।”

advertisement

উচ্চ মাধ্যমিকে দশম স্থানাধিকারী ইন্দ্রানী সেন জানিয়েছে , \”এত ভাল ফল হবে আমি আশা করিনি। ভবিষ্যতে আমি কেমিস্ট্রি তে রিসার্চ এর বিষয় নিয়ে এগিয়ে যেতে চাই। পড়াশোনার পাশাপাশি আমি শুধু ছবি আঁকতাম। আমার ৬ জন শিক্ষক ছিলেন এবং আমার এই সাফল্যের পিছনে প্রত্যেকেরই অবদান রয়েছে। “দশম স্থান অর্জন করে পূর্ব বর্ধমানের সোহম কোনার জানিয়েছে, “মাধ্যমিকে রাজ্যে দশম হয়েছিলাম আবার উচ্চমাধ্যমিকে ও রাজ্যে সেই একই স্থান ধরে রাখতে পেরে খুবই আনন্দ হচ্ছে। পড়াশোনা করার নির্দিষ্ট কোনও সময়সূচী ছিল না তবে সারাদিনের নয় থেকে ১০ ঘন্টা পড়াশোনা করেছি। আমার এই সাফল্যের পিছনে অবদান রয়েছে আমার মা বাবা দাদু এবং অবশ্যই শিক্ষক-শিক্ষিকাদের। এরপর আমি মেডিকেল লাইন নিয়েই পড়াশোনা করতে চাই। “

advertisement

পূর্ব বর্ধমানের চারজনের মধ্যে তিনজনই দশম স্থান অধিকার করেছে। তিনজনের মধ্যে অন্তরা শেঠ ছিল মেঝিয়ারি সতীশ চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। ইন্দ্রানী সেন ছিল নসরতপুর পারুলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া এবং সোহম কোনার ছিল মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। উচ্চ মাধ্যমিকে এই তিন পড়ুয়ার সাফল্যে খুশি হয়েছেন নির্দিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরিবারের লোকজন সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB HS Results 2024: উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম পূর্ব বর্ধমানের এই তিন পড়ুয়া, দেখুন বিস্তারিত 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল