TRENDING:

WB HS 12th Result 2023: একই জেলার দুই রত্ন উচ্চ মাধ্যমিকের প্রথম দশে, অভিরূপ, সুমিত হতে চান ইঞ্জিনিয়ার

Last Updated:

ঊচ্চমাধ্যমিকে মেধাতালিকার সপ্তম স্থানে জেলার দু'জন। একজন বীরভূম জেলা স্কুলের অভিরূপ পাল এবং অপরজন রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবনের সুমিত মুখোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ঊচ্চ মাধ্যমিকে মেধাতালিকার সপ্তম স্থানে জেলার দু’জন। একজন বীরভূম জেলা স্কুলের অভিরূপ পাল এবং অপরজন রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবনের সুমিত মুখোপাধ্যায়। দু’জনের প্রাপ্ত নম্বর ৪৯০।বুধবার ঊচ্চমাধ্যমিক ফল ঘোষণা হয়। সেখানে মেধাতালিকায় প্রথম দশে মোট ৮৯ জন স্থান করে নেয়।
advertisement

এই জেলায় মোট তিনজন মেধাতালিকায় স্থান পেয়েছে। তার মধ্যে একজন পঞ্চম হয়েছে এবং দু’জন সপ্তম হয়েছে। সিউড়ি ডাঙ্গালপাড়ার বাসিন্দা অভিরূপ পাল। সে বীরভূম জেলা স্কুলের ছাত্র৷ অভিরূপ জানায়, সে সারাদিনে ৯ থেকে ১০ ঘন্টা পড়াশুনা করত। পড়াশুনার পাশাপাশি গল্পের বই পড়তে এবং খেলা দেখতে সে ভালোবাসে। ভবিষ্যতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়।

advertisement

View More

রামপুরহাটের ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা সুমিত মুখোপাধ্যায়। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। সে বলে, তার পড়াশুনার পাশাপাশি গান করা, গিটার বাজানো খুবই পছন্দের।

Subhadip Pal

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB HS 12th Result 2023: একই জেলার দুই রত্ন উচ্চ মাধ্যমিকের প্রথম দশে, অভিরূপ, সুমিত হতে চান ইঞ্জিনিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল