আসানসোলের ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। মোমের মূর্তি তৈরিতে দক্ষতার জন্য জাতীয় স্তরে তার বেশ সুনাম রয়েছে। এছাড়াও সুশান্ত রায়ের নিজস্ব একটি ওয়াক্স মিউজিয়াম রয়েছে আসানসোলে। আর সেই শিল্পীর হাতেই তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার মায়ের মোমের মূর্তি। মূলত জয়পুর ওয়াক্স মিউজিয়ামের উদ্যোগে এই মুহূর্তে তৈরি করেছেন তিনি। সব ঠিক থাকলে এই মূর্তিটি প্রধানমন্ত্রী উপহার দেওয়া হবে।
advertisement
শিল্পী সুশান্ত রায় জানিয়েছেন, এই মূর্তিটি তৈরির জন্য প্রায় তিন বছর আগে তিনি অর্ডার পেয়েছিলেন। মূর্তিটি তৈরি করতে প্রায় মাস ছয়েক সময় লেগেছে তার। প্রধানমন্ত্রীকে এই মূর্তিটি উপহার হিসেবে তুলে দেওয়ার আগে দিয়েছেন ফাইনাল টাচ। এই মূর্তি তৈরি করতে পেরে শিল্পী নিজেও ভীষণ খুশি। শিল্পী জানিয়েছেন, তার দিক থেকে তিনি এই মূর্তি তৈরি করতে সর্বশ্রেষ্ঠ প্রয়াস করেছেন।
প্রসঙ্গত আসানসোলে সুশান্ত রায়ের যে ওয়াক্স মিউজিয়াম রয়েছে, সেখানে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের মোমের মূর্তি রয়েছে। অভিনয় জগত থেকে শুরু করে খেলার মাঠ, অথবা রাজনীতির ময়দান, সব জায়গায় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের মূর্তি তিনি তৈরি করে ফেলেছেন। আগামী দিনে আরও বেশ কিছু নতুন মূর্তি তৈরির পরিকল্পনা রয়েছে। এখানে দর্শকদের নিয়মিত যাতায়াত লেগে থাকে। শিল্পীর এই কাজ দেখে ভীষণ গর্বিত জেলার মানুষ।
নয়ন ঘোষ