পরিস্থিতি বেগতিক দেখে পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কের উপর অবরোধে সামিল হন বহু মানুষ। তাদের দাবি, বৃষ্টির জলে তাদের বাড়ি প্রায় ডুবে গিয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জলে নষ্ট হয়ে গিয়েছে। ঘরের জিনিসও নষ্ট হয়ে গিয়েছে। এই সমস্ত জিনিসের ক্ষতিপূরণকে দেবে। দ্রুত জল নিকাশির কথা বলেন তারা।
আরও পড়ুন: মন্দিরে যাওয়ার রাস্তা জমা জলে যেন ডোবা! বিপাকে পুণ্যার্থী থেকে সাধারণ মানুষেরা
advertisement
ঘটনার খবর পাওয়া মাত্রই পরিস্থিতি সরজমিনে দেখতে আসেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। তিনি বলেন, শহর জুড়ে যে জল জমেছে সে জল নিকাশি ব্যবস্থা ঠিক নেই। এই নিকাশি ব্যবস্থা রেলের আন্ডার পাশ দিয়ে গিয়েছে। বর্তমানে যে আন্ডারপাশ রয়েছে তা যথাযথ নয়। ইতিপূর্বে রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে বারে বারে জানানো হয়েছে, যাতে শহরের নিকাশি ব্যবস্থা ঠিক রাখা হয়। কিন্তু তারা সেই নিকাশি ব্যবস্থা ঠিক করেননি। তার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অতিবৃষ্টির জেরে সমস্যার মধ্যে পড়েছে শহর পুরুলিয়া একাধিক এলাকার মানুষজন। জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছেন তারা। এই নিকাশি ব্যবস্থা কবে ঠিক হয় সেটাই এখন দেখার বিষয়।
শর্মিষ্ঠা ব্যানার্জি