উলটে জোয়ারের সময় অনেক সময় জল ড্রেন থেকে বাজারে এসে জলমগ্ন হয়ে পড়ছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা রনজিত সাহা জানান, তাঁরা স্থানীয় মানুষজন কোথায় আর অভিযোগ জানাবেন, কোথাও বলে কোন কাজ হচ্ছে না।
আরও পড়ুন: স্কুলে পড়ল বাজ, ভাঙল দেওয়াল! নষ্ট হয়ে গেল আলো, পাখা সহ অনেককিছু! মাথায় হাত সব মহলের
advertisement
এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ওই স্থানীয় পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, বিডিওকে সমস্যার কথা জানিয়েছি। কিন্তু কোন সদুত্তর পাচ্ছিনা। জল জমার এই সমস্যার সমাধান করলে খুবই ভাল হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সমস্যার কথা সব জায়গায় জানিয়েও কোন কাজ হয়নি। অপরিকল্পিত বিল্ডিং প্ল্যান এর জন্য অনেকাংশে দায়ী যার জন্য এই ঘটনা ঘটছে। সমস্যার সমাধান এখনই না করলে ভবিষ্যতে আরও সমস্যা বাড়বে। গোটা বর্ষাকাল জুড়ে এই সমস্যা থাকলে অসুবিধায় পড়েন স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিসযাত্রীরাও।
নবাব মল্লিক





