TRENDING:

স্কুল পোকামাকড়ের দখলে, ক্লাসরুম জলে ভর্তি! পাঠ নেই মাসখানেক, ভবিষ্যৎ ঝুঁকিতে

Last Updated:

Waterlogged School : জলের তলায় গোটা গ্রাম, পড়াশোনা শিকেয় সীমান্তের গ্রামে। লস্করপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কার্যত অচল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, জুলফিকার মোল্যা : জলের তলায় গোটা গ্রাম, পড়াশোনা শিকেয় সীমান্তের গ্রামে। স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতুয়া গ্রামের লস্করপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আজ কার্যত অচল। দীর্ঘদিন ধরে জলের তলায় ডুবে রয়েছে গোটা স্কুল চত্বর। ফলে বন্ধ হয়ে গিয়েছে পাঠশালা। ছোট ছোট পড়ুয়াদের পড়াশোনা থমকে গিয়েছে মাঝপথেই।
advertisement

শুধু স্কুল নয়, গোটা গ্রাম এখনও জলমগ্ন। দীর্ঘদিন রাস্তার ওপর দিয়ে জল যাওয়ার ফলে রাস্তা জুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে দুর্ঘটনার শিকার হচ্ছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে একাধিক সরকারি দফতরে জানিয়েও সমাধান মেলেনি।

আরও পড়ুন : নারীশক্তির জয়গান দুর্গাপুরে! মাতৃত্বের মাহাত্ম্য নিয়ে সাজছে মহামায়ার মণ্ডপ! কোথায় জানেন?

advertisement

গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা, যমুনা ও ইছামতি নদী। গ্রামবাসীদের দাবি, এই নদীগুলির জল ধারণক্ষমতা একেবারেই কমে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই গোটা গ্রাম প্লাবিত হচ্ছে। প্রায় এক মাস আগে স্বরূপনগরের বিডিও পরিদর্শনে এসে আশ্বাস দিয়েছিলেন নদী ও নালা সংস্কারের কাজ শুরু হবে। কিন্তু আজও তার বাস্তব রূপ দেখা যায়নি। অন্যদিকে একাধিক প্রাথমিক বিদ্যালয়েও জমে রয়েছে জল।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

শিক্ষকরা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রেখেছেন। স্কুল ভবনের মধ্যে পোকামাকড়ে বাসা বেঁধেছে। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলছেন,“শিশুরা স্কুলে যেতে পারছে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে রাস্তা ও স্কুল মেরামত করা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে।” গ্রামবাসীদের একটাই দাবি, অবিলম্বে জলনিকাশি ব্যবস্থার উন্নতি ও রাস্তা মেরামতের ব্যবস্থা করা হোক। না হলে প্রতিদিনের জীবনযুদ্ধ আরও জটিল হয়ে উঠবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুল পোকামাকড়ের দখলে, ক্লাসরুম জলে ভর্তি! পাঠ নেই মাসখানেক, ভবিষ্যৎ ঝুঁকিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল