স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি প্রশাসনের নজরে আনলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ব্যবসায়ীরা জানিয়েছেন, জল দাঁড়িয়ে থাকার কারণে দোকানে গ্রাহকের সংখ্যা কমে যাচ্ছে, ফলে ব্যবসায় বড় ক্ষতি হচ্ছে। বাধ্য হয়ে নিজেরাই পাম্প বসিয়ে জল সরানোর চেষ্টা করছেন তারা। যদিও প্রশাসনের তরফ থেকেও মাঝে মাঝে পাম্প করে জল সরানোর ব্যবস্থা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন : ‘সর্বনাশের মাথায় পা’! ব*ন্দুক পরিস্কার করতে গিয়ে হল চরম বিপদ, গু*লি গিয়ে লাগল নিজের বুকেই
কিন্তু সমস্যার মূল কারণ নিরসন না হওয়ায় পরিস্থিতি আগের মতোই থেকে যাচ্ছে। এদিন সকালে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে রাস্তায় প্রতিবাদে নামেন। খবর পেয়ে পুলিশ প্রশাসন সেই সমস্ত সমস্যায় পরা ব্যবসায়ীদের প্রশাসনিক ভবনে ডাকেন এবং আশ্বাস দেন দ্রুত এই সমস্যা সমাধান হওয়ার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরে ব্যবসায়ীরা জানান, “আমরা আর সহ্য করব না। যদি দ্রুত স্থায়ী সমাধান না হয়, তবে বৃহত্তর আন্দোলনে নামবো।” চাকদহের এই জলযন্ত্রণা শুধু প্রশাসনিক উদাসীনতার চিত্রই নয়, বর্ষাকালে শহরবাসীর দুর্ভোগেরও প্রতিফলন। স্থানীয়দের দাবি, এখনই দ্রুত নিকাশির স্থায়ী সমাধান না হলে, আগামী দিনে আরও বড় বিপর্যয় দেখা দিতে পারে।