পাইপলাইনের নতুন সংযোগ স্থাপন হলে বাঁকুড়া শহরের প্রায় ১-৮ এবং ১৮ নম্বর ওয়ার্ড, এই ৯ টি ওয়ার্ডে পৌঁছে যাবে জল। যদিও বৃহষ্পতিবার রাতের ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কাজ। ফলে এখনও পুরো কাজটি শেষ করতে সময় লাগবে দু’দিনের মত। বাঁকুড়া পুরসভার উপ-পুরপ্রধান জানান, ১ থেকে ৮ এবং ১৮ নম্বর ওয়ার্ডে এই দুদিন টাইম করে জল থাকবে। তবে সময়ের হেরফের হতে পারে। আধ ঘণ্টা-এক ঘণ্টা জল আসতে দেরি হতে পারে।
advertisement
আরও পড়ুন: এক সময় ঝাঁ চকচকে আবাসন এখন বিচ্ছিন্ন দ্বীপ! চুরিতে বাধা দিলেই আসছে শাসানি
এছাড়াও, তীব্র গরমে শুকিয়ে কাঠ বাঁকুড়ার দুই নদী গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর। বৃহস্পতিবারের বৃষ্টিতে কিছুটা রেহাই মিললেও ভৌম জলস্তর ঠেকেছে তলানিতে। সামনেই আসন্ন বর্ষা। তবে তার আগে বাঁকুড়া শহরের ভৌম জলের স্তর তুলতে কংসাবতী ড্যাম থেকে জল ছাড়া হবে বলে জানালেন পুরসভার উপ-পুরপ্রধান। শনিবার থেকে রবিবারের মধ্যে সেই জল দেখা যাবে নদীতে।
রেললাইনের তলায় জলের পাইপ ফাটার কারণে দুর্ঘটনা যাতে না হয় এবং বাঁকুড়া শহরের ৯ টি ওয়ার্ডে জল সরবরাহ অনবরত রাখার জন্য তৎপর হয়েছে বাঁকুড়া পুরসভা। সেই কারণেই কোনও সুযোগ না নিয়ে দুর্যোগ মাথায় করে সারারাত চলেছে কাজ। তবে প্রকৃতির কাছে অবশেষে হার মানতে হয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে পিছিয়েছে কাজের গতি। সময় লাগবে এখনও ৪৮ ঘণ্টা।
নীলাঞ্জন ব্যানার্জী