আরও পড়ুন: ব্যাঙ্কে যাবে বলে বেরিয়ে আর বাড়ি ফেরেনি, ডোমজুড়ে ক্রমশই তীব্র কাবেরী ‘অন্তর্ধান রহস্য’
এবার আবারও ফের কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর তৈরি ফ্লাইওভারের মুড়াগাছা এলাকায় ১৪ ফুট নিচে টিটাগরের দিক থেকে আসা, গঙ্গার বৃহৎ আকৃতির পাইপ লাইনে ক্ষতির জেরে জল পরিষেবা ব্যাহত হয়েছে। পাইপ লাইন ঠিক করার কাজে নেমেছে স্থানীয় প্রশাসন সহ ইঞ্জিনিয়াররা। জেসিপি দিয়ে পকেট করে জল নিষ্কাশনের কাজ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত দুই জায়গায়। পাইপলাইন ঠিক হলে তারপর আবার পরিষেবা চালু হবে বলে জানিয়েছে প্রশাসন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে জলের পাইপ লাইন সারানোর কাজ। দুটি দলে ভাগ হয়ে মুড়াগাছা ও সাবস্টেশনের কাছে কাজ চালিয়ে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান মধ্যমগ্রামের পুরপ্রধান নিমাই ঘোষ। বারংবার ওই এলাকায় গঙ্গার জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন চিহ্ন তুলতে শুরু করেছে নাগরিক সমাজ। খুব শীঘ্রই এই জল পরিষেবা আবারও স্বাভাবিক হবে আশার বাণী শোনানো হয়েছে পুরসভার তরফে।
রুদ্রনারায়ণ রায়