রবিবার বিকেলে দাঁতন এলাকা কাল মেঘে ঢেকে যায়। বিকেল গড়াতেই দফায় দফায় শুরু হয় বৃষ্টি। ঠিক বৃষ্টি নামার আগে দাঁতনের সুবর্ণরেখা নদীর উপর আকাশে দেখা মিলল এক অদ্ভুত দৃশ্য। আকাশের কালো মেঘ পাইপের মত নেমে আসছে নদীর দিকে। রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। যদিও ভূগোলবিদরা মনে করছেন, এটি একটি স্বাভাবিক ঘটনা। ভূগোলের পরিভাষায় একে বলা হয় ওয়াটার স্পাউট। যা এক ধরনের ঘূর্ণিঝড় বা বায়ুস্তম্ভ। মূলত সমুদ্র, হ্রদ বা বড় জলাশয়ের উপরিভাগে তৈরি হয়। এটি দেখতে অনেকটা স্থলভাগের টর্নেডোর মত।তবে জলভাগের উপর সৃষ্টি হয় এবং জলকে ঊর্ধ্বাকাশে উঠিয়ে নেয়। দেখতে ফানেল আকৃতির লাগে। এবং গ্রামীণ ভাষায় একে বলা হয় মেঘাসুর।
advertisement
প্রসঙ্গত নদীর উপরিভাগে বায়ুমণ্ডল গরম থাকলে নদীর শীতল জল ক্রমে ঘূর্ণিপাকে উপরের দিকে উঠে যায়। স্বাভাবিকভাবে দেখতে অনেকটা পাইপের মত লাগে। যা দেখা গিয়েছে দাঁতনের এই নদী তীরবর্তী এলাকায়। যা নিয়ে গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কিত। কারণ স্মৃতিতে ১৯৯৮ সালের টর্নেডো। যা প্রাণে মেরে ফেলেছিল বেশ কয়েকজনকে ক্ষতিগ্রস্ত করেছিল ঘরবাড়ি। ভেঙে ফেলেছিল আস্ত একটা স্কুল। ওড়িশা এবং দাঁতন থানার একাধিক এলাকার ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ভয়াবহ টর্নেডোর কারণে।
স্বাভাবিকভাবে হঠাৎ এই বর্ষার সময়ে নদীর উপরিভাগে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ফানেলাকৃতির মেঘ বেশ আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। ভূগোলবিদরা মনে করছেন এই ধরনের ওয়াটার স্পাউট বেশ লম্বা এবং অনেকক্ষণের হতে পারে।
রঞ্জন চন্দ