বর্ধমান ২ নম্বর ব্লকের নবস্থা ২ গ্রাম পঞ্চায়েতের করন্দা গ্রামের দক্ষিণপাড়ায় পানীয় জলের সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে। পরিস্রুত পানীয় জল না মেলায় পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে। তার জেরেই গ্রামবাসীরা পেটের রোগে আক্রান্ত হচ্ছেন। স্হানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাপড় কাচা বাসন ধোয়া থেকে শুরু করে রান্নার কাজেও পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে। তার ফলে ঘরে ঘরে সবাই পেটের রোগে আক্রান্ত হয়ে পড়েছে। গত দুই দিন পেটের রোগে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৩০ জন। বেশিরভাগেরই বাড়িতে চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে সাত জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন, মমতা বেরোতেই তুমুল হট্টগোল বিধানসভায়, বড় ইস্যুতে সুর চড়াল বিজেপি
পেটের রোগে আক্রান্তের খবর মিলতেই গ্রামে বিডিও ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ওই গ্রামে পৌঁছে যান। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে ওই পুকুরের জল দূষিত জানিয়ে ব্যানার লাগানো হয়। তাতে বলা হয়েছে, বাসন, আনাজ ধোয়া কিংবা মুখ ধোয়ার মতো কোনও কাজেই এই পুকুরের জল ব্যবহার করা যাবে না।
গ্রামবাসীদের অভিযোগ,গ্রামে নলবাহিত পানীয় জল প্রকল্পের পরিকাঠামা অনেক আগে তৈরি হয়ে গেলেও এখনও জল অমিল। প্রথমে সেই কলে দিন তিনেকের জন্য জল এসেছিল। তারপর থেকেই জল আসা বন্ধ হয়ে গিয়েছে। তাই বাধ্য হয়েই পুকুরের জল ও গ্রামের একটিমাত্র টিউবওয়েলের ওপরই তাদের নির্ভর করতে হচ্ছে।পুকুরের জল ব্যবহার করার জন্যই এই সমস্যা তৈরী হয়েছে বলে তাদের দাবী।জল সমস্যা দ্রুত মিটে যাবে আশ্বাস দিয়েছেন বিডিও।