TRENDING:

Water Meter: পানীয় জলের কলের মাথায় বসেছে মিটার, বিল আসার দুশ্চিন্তায় পুরবাসী

Last Updated:

Water Meter: কোন্নগর, উত্তরপাড়া, হিন্দমোটর এই সব এলাকায় পানীয় জলের কলের মাথায় বসেছে মিটার। সব থেকে দুশ্চিন্তায় রয়েছে ডানকুনি পুরসভার বাসিন্দারা। কারণ তাঁদের কলের মাথায় শুধু মিটার বসেছে তাই নয়, কল থেকে জল পড়লে মিটারের কাঁটা ঘুরছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: দিন কয়েক আগেই উত্তরপাড়া পুর এলাকা সুনাম কুড়িয়েছিল তাদের জল প্রকল্পের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই সুনাম করেছিলেন। কিন্তু তার পর থেকেই উত্তরপাড়া বিধানসভা এলাকায় বদলেছে পানীয় জল সরবরাহের চিত্র। এলাকার মানুষরা জল পেলেও তাঁদের তাড়া করে বেড়াচ্ছে মিটার আতঙ্ক। জল কর বসলে তার বিল কত হবে সেইটা নিয়েই আতঙ্কিত সবাই। কারণ, উত্তরপাড়া বিধানসভা এলাকার বিভিন্ন পুরসভায় পানীয় জলের কলের মাথায় বসেছে মিটার। তারপর থেকেই এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে এলাকাবাসীদের মনে।
advertisement

উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত কোন্নগর, উত্তরপাড়া, হিন্দমোটর এই সব এলাকায় পানীয় জলের কলের মাথায় বসেছে মিটার। সব থেকে দুশ্চিন্তায় রয়েছে ডানকুনি পুরসভার বাসিন্দারা। কারণ তাঁদের কলের মাথায় শুধু মিটার বসেছে তাই নয়, কল থেকে জল পড়লে মিটারের কাঁটা ঘুরছে। ফলে মানুষের মনে দুশ্চিন্তা শুরু হয়েছে, তবে কি এবার বিদ্যুতের মত জলের জন্যও টাকা দিতে হবে?

advertisement

আর‌ও পড়ুন: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের বিপুল সাফল্য

এই নিয়ে এলাকার কিছু মানুষজন জানান, তাঁদের বাড়িতে কলের মাথায় পুরসভা থেকে মিটার লাগিয়ে দিয়ে গেছে। কল খুললেই মিটারের কাঁটা ঘুরছে বন বন করে। ঠিক যেভাবে বিদ্যুতের মিটারের কাঁটা ঘোরে। এমনকি যারা কল লাগাতে এসেছিল তাঁরাও জানিয়েছে এবার থেকে মিটারের রিডিং অনুযায়ী বিল আসবে জলের। তারপর থেকেই দুশ্চিন্তা শুরু হয়েছে সকলের।

advertisement

যদিও এই বিষয়ে ডানকুনি পুরসভার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মিটার লাগানো হলেও তাতে কর বসানোর কথা কিছু জানানো হয়নি। এই বিষয়ে ডানকুনির উপ-পুরপ্রধান বলেন, তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলকর লাঘব করেছিলেন। কিন্তু এখন কেন্দ্র থেকে চাপ দিয়ে জলের উপর কর বসাতে বলা হয়েছে। তবে এখনই জলের জন্য কোন‌ওরকম কর দিতে হবে না।

advertisement

এই বিষয়ে এলাকাবাসীদের বক্তব্য, কলের মাথায় মিটার যখন বসেছে তখন আজ না হলেও কাল ঠিকই সেই মিটার অনুযায়ী বিল আসবে মানুষজনের বাড়িতে বাড়িতে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Water Meter: পানীয় জলের কলের মাথায় বসেছে মিটার, বিল আসার দুশ্চিন্তায় পুরবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল