উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত কোন্নগর, উত্তরপাড়া, হিন্দমোটর এই সব এলাকায় পানীয় জলের কলের মাথায় বসেছে মিটার। সব থেকে দুশ্চিন্তায় রয়েছে ডানকুনি পুরসভার বাসিন্দারা। কারণ তাঁদের কলের মাথায় শুধু মিটার বসেছে তাই নয়, কল থেকে জল পড়লে মিটারের কাঁটা ঘুরছে। ফলে মানুষের মনে দুশ্চিন্তা শুরু হয়েছে, তবে কি এবার বিদ্যুতের মত জলের জন্যও টাকা দিতে হবে?
advertisement
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের বিপুল সাফল্য
এই নিয়ে এলাকার কিছু মানুষজন জানান, তাঁদের বাড়িতে কলের মাথায় পুরসভা থেকে মিটার লাগিয়ে দিয়ে গেছে। কল খুললেই মিটারের কাঁটা ঘুরছে বন বন করে। ঠিক যেভাবে বিদ্যুতের মিটারের কাঁটা ঘোরে। এমনকি যারা কল লাগাতে এসেছিল তাঁরাও জানিয়েছে এবার থেকে মিটারের রিডিং অনুযায়ী বিল আসবে জলের। তারপর থেকেই দুশ্চিন্তা শুরু হয়েছে সকলের।
যদিও এই বিষয়ে ডানকুনি পুরসভার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মিটার লাগানো হলেও তাতে কর বসানোর কথা কিছু জানানো হয়নি। এই বিষয়ে ডানকুনির উপ-পুরপ্রধান বলেন, তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলকর লাঘব করেছিলেন। কিন্তু এখন কেন্দ্র থেকে চাপ দিয়ে জলের উপর কর বসাতে বলা হয়েছে। তবে এখনই জলের জন্য কোনওরকম কর দিতে হবে না।
এই বিষয়ে এলাকাবাসীদের বক্তব্য, কলের মাথায় মিটার যখন বসেছে তখন আজ না হলেও কাল ঠিকই সেই মিটার অনুযায়ী বিল আসবে মানুষজনের বাড়িতে বাড়িতে।
রাহী হালদার