International Karate Competition: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের বিপুল সাফল্য

Last Updated:

International Karate Competition: দাঁইহাট ও মঙ্গলকোট মিলিয়ে মোট ১১ জন প্রতিযোগী এই ওপেন আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল। সেখানে বেশিরভাগ প্রতিযোগী একাধিক পদক লাভ করেছে

+
ক্যারাটে

ক্যারাটে প্রতিযোগী

পূর্ব বর্ধমান: আন্তর্জাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় বড় সাফল্য পেল পূর্ব বর্ধমানের একাধিক প্রতিযোগী। ‘ওপেন ইন্টারন্যাশনাল শত কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪’-এ পূর্ব বর্ধমানের কাটোয়ায় ছাত্র-ছাত্রীরা ১০ টি স্বর্ণপদক জিতেছে। তবে শুধু তাই নয়, ৯ টি রূপো এবং ১০ টি ব্রোঞ্জ দলগতভাবে অর্জন করেছে তারা। আআন্তজার্তিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় এমন সাফল্য অর্জনের কারণে খুশি পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দারাও।
এই সাফল্য প্রসঙ্গে তনুজা ভক্ত নামে এক প্রতিযোগী জানিয়েছে, এই সাফল্য অর্জন করে আমার খুবই ভাল লাগছে। আগামী দিনে আরও ভাল ফলাফল করার চেষ্টা করব। প্রশিক্ষকরা আমাকে খুবই সাহায্য করেছেন।
advertisement
এছাড়াও কাজের ফাঁকে ক্যারাটে অনুশীলন করে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের এক সিভিক ভলেন্টিয়ারও স্বর্ণ পদক জিতেছে এই প্রতিযোগিতায়। ক্যারাটে প্রতিযোগিতাটি ২১ থেকে ২৩ জুন দিঘায় আয়োজিত হয়েছিল৷ প্রতিযোগিতার আয়োজক ছিল আইএসকেএফ ইণ্ডিয়া। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ভারত, শ্রীলংকা, বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ সাতটি দেশের মোট ২০০ জন প্রতিযোগী। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিতা অংশ নিয়েছিল। আর সেখানেই পূর্ব বর্ধমানের প্রতিযোগীরা অংশগ্রহন করে এহেন সাফল্য অর্জন করেছে। এই প্রসঙ্গে ক্যারাটে প্রশিক্ষক পরিতোষ শিকদার বলেন, ভেবেছিলাম মোটামুটি ফলাফল হবে। তবে এত ভাল ফলাফল হবে আশা করিনি। পরিশ্রমের জন্যই এমন সাফল্য পাওয়া গিয়েছে।
advertisement
দাঁইহাট ও মঙ্গলকোট মিলিয়ে মোট ১১ জন প্রতিযোগী এই ওপেন আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল। মঙ্গলকোটের মাথরুনের স্কুল ছাত্র দেবাংশু ঘোষ কুমিতে বিভাগে রূপো ও কাতা বিভাগে ব্রোঞ্জ পেয়েছে। দাঁইহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অহমিকা সরকার কুমিতে বিভাগে সোনা ও কাতা বিভাগে রূপো এবং টিম কাতা বিভাগে ব্রোঞ্জ পেয়েছে। দাঁইহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তনুজা ভক্ত কুমিতে বিভাগে সোনা, কাতা বিভাগে রূপো এবং টিম কাতা বিভাগে ব্রোঞ্জ পায়। কাটোয়া কলেজেরের ছাত্র শিবম হালদার কুমিতে বিভাগে সোনা, কাতা বিভাগেও সোনা পেয়েছে। কাটোয়ার এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্র অর্ক মণ্ডল কুমিতে বিভাগে সোনা, কাতা বিভাগে রূপো এবং টিম কাতা বিভাগে ব্রোঞ্জ জিতেছে। এছাড়াও কাটোয়ার আরেকটি বেসরকারি স্কুলের ছাত্রী অর্পিতা দত্ত কুমিতে বিভাগে সোনা, কাতা বিভাগে রূপো পেয়েছে৷
advertisement
কাটোয়ার আরেক বেসরকারি স্কুলের ছাত্র দীপ ব্যাপারী কাতা বিভাগে রূপো ও টিম কাতা বিভাগে ব্রোঞ্জ জিতেছে। দাঁইহাট আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অনুস্মিতা মুখোপাধ্যায় কাতা বিভাগে ব্রোঞ্জ ও কুমিতে বিভাগেও ব্রোঞ্জ এবং টিম কাতা বিভাগে রুপো জিতেছে৷ দাঁইহাট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ছাত্রী সৃজা মোদক কুমিতে বিভাগে ব্রোঞ্জ, কাতা বিভাগে ব্রোঞ্জ এবং টিমকাতা বিভাগেও ব্রোঞ্জ পায়। ওই স্কুলেরই ছাত্র ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় কুমিতে বিভাগে সোনা, কাতা বিভাগে রূপো এবং টিম কাতা বিভাগে সোনা পায়৷ এছাড়া মঙ্গলকোট থানার সিভিক ভলেন্টিয়ার ত্রিদিব পাল কুমিতে বিভাগে সোনা, টিমকাতা বিভাগে সোনা এবং কাতা বিভাগে রূপো জিতেছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
International Karate Competition: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের বিপুল সাফল্য
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement