TRENDING:

Water Logging Problem: টানা বৃষ্টিতে ফের জল যন্ত্রণার ছবি, পরিস্থিতি সামলাতে রাস্তায় নামলেন মেয়র

Last Updated:

Water Logging Problem: বৃহস্পতিবার এবং শুক্রবারের বৃষ্টিপাতের ফলে এলাকার একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে। যার ফলে চরম সমস্যায় পড়েছেন ওই সমস্ত বাড়ির বাসিন্দারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: গত দু’দিনের বৃষ্টিতে ফের জল যন্ত্রণার ছবি আসানসোলে। বাড়িতে জল ঢুকে তছনছ অবস্থা আসানসোলের গুরুনানক পল্লিতে। টানা বৃষ্টিপাতের ফলে জল জমে রেল ব্রিজের নিচে আন্ডারপাসের বেহাল অবস্থা। সব মিলিয়ে বৃষ্টিপাতের ফলে জলমগ্ন পরিস্থিতিতে চরম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে শহরের মানুষকে। পরিস্থিতি পরিদর্শনে রাস্তায় নেমেছেন মেয়র।
advertisement

গুরুনানক পল্লির বাসিন্দাদের অভিযোগ, গত বৃহস্পতিবার এবং শুক্রবারের বৃষ্টিপাতের ফলে এলাকার একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে। যার ফলে চরম সমস্যায় পড়েছেন ওই সমস্ত বাড়ির বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকার নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই। যে কারণে জল ঢুকেছে বাড়িতে। যদিও খবর পেয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন স্থানীয় কাউন্সিলর। কিন্তু নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

advertisement

আরও পড়ুনঃ সাদা ক্যানভাস নয়, ব‌ইয়ের পাতায় ছবি এঁকে নজির বধূর

অন্যদিকে আসানসোলের সেনেরাল রোডের উপর রেল ব্রিজের নিচে যে আন্ডারপাসটি রয়েছে, সেটিও জলমগ্ন হয়ে পড়ে। খবর পেয়ে ওই আন্ডারপাস পরিদর্শনে যান আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। সেখানে গিয়ে তিনি জানিয়েছেন, বৃষ্টিপাত হলেই এই আন্ডারপাসটি জলমগ্ন হয়ে যায়। এই বিষয়ে তিনি ডিআরএমকে ফোন করে কথা বলেছেন। রেলের ইঞ্জিনিয়াররাও এলাকাটি পরিদর্শন করেছেন।

advertisement

মেয়র আরও জানিয়েছেন, রেল ওভার ব্রিজের আগে পর্যন্ত পুরনিগম কাজ করলেও, আন্ডারপাসের ওই অংশটির কাজ হয়নি। আন্ডারপাস থেকে জল নেমে গেলে ওই জায়গাটি আবার পুরসভা এবং রেল খতিয়ে দেখবে। তারপর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে ওই জায়গায় বিদ্যুৎ দফতরের কর্মীদের ডাকা হবে বলে তিনি জানিয়েছেন। কারণ ওই জায়গা দিয়ে একাধিক বিদ্যুৎ সংযোগের লাইন গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Water Logging Problem: টানা বৃষ্টিতে ফের জল যন্ত্রণার ছবি, পরিস্থিতি সামলাতে রাস্তায় নামলেন মেয়র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল