TRENDING:

Howrah News: হাওড়ার বেনারস রোডে জমা জলের দুর্ভোগের দিন শেষ! যা যা পদক্ষেপ নিল প্রশাসন

Last Updated:

হাওড়ার বেনারস রোডে বর্ষার সময় জমা জলের সমস্যা একটি পরিচিত সমস্যা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: হাওড়া শহরের বিভিন্ন রাস্তায় জমা জলের সমস্যা দীর্ঘদিনের। হাওড়ার বেনারস রোডে বর্ষার সময় জমা জলের সমস্যা একটি পরিচিত সমস্যা। বর্ষার শুরুতেই এই রাস্তা জলমগ্ন হয়ে যায়, যা স্থানীয়দের জন্য দুর্ভোগের কারণ। মানুষের দুর্ভোগ কমাতে এবার রোড কিছুটা কংক্রিট দিয়ে উঁচু করা হয়েছে। বিভিন্ন সময়ে বর্ষার আগে নানা ব্যবস্থা গ্রহণ করা হয় মানুষের দুর্ভোগ কমাতে। সময়ের আগেই বর্ষার আগমন, স্থানীয় মানুষ এ বিষয়ে কি বলছে। পথচারীদের দুর্ভোগ কতটা মিটছে, স্থানীয় ব্যবসায়ীরা কি বলছেন, চালুকরা এ বিষয়ে কি বলছে বিস্তারিত এই প্রতিবেদনে।
advertisement

হাওড়া শহরের বিভিন্ন রাস্তায় জমা জলের সমস্যা দীর্ঘদিনের। নিকাশী ব্যবস্থার দুর্বলতা, বর্ষার সময় অতিরিক্ত জল এবং অন্যান্য কারণে এই সমস্যা দেখা যায়। এই সমস্যা বিভিন্ন ওয়ার্ডে দেখা যায় এবং বাসিন্দাদের দুর্ভোগের কারণ। তার মধ্যে বেনারস রোড হাওড়া শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। সেই রাস্তায় বর্ষার সময় জলমগ্ন হয়ে যায়, কারণ নিকাশ ব্যবস্থা দুর্বল। জমা জল স্থানীয়দের যাতায়াতে সমস্যা সৃষ্টি করে এবং তাদের স্বাস্থ্যকেও প্রভাবিত করে। এই সমস্যা সমাধানে স্থানীয়রা বিভিন্ন সময়ে বিক্ষোভও করেন। স্থানীয় বাসিন্দা বিভিন্ন সময়ে অভিযোগ করেন যে, তাদের এলাকায় জল জমে থাকার প্রধান কারণ হল দুর্বল নিকাশি ব্যবস্থা এবং অন্য এলাকার জল তাদের এলাকায় ফেলা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: সময়ের আগে বর্ষা! সবাই যখন খুশি, ঠিক তখনই দুশ্চিন্তায় ভুগছেন এইসব মানুষেরা

তার সমাধান হিসেবে হাওড়ার বেনারস রোডের রাস্তাটিকে কংক্রিটে মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরনিগম। যার ফলে তাঁদের দুর্ভোগ অনেকটাই কমেছে বলে মত সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার ব্যবসায়ী, চালকদের। যে সব জায়গায় সারা বছর জল জমে থাকে সেখানে অনেকটাই উঁচু করা হয়েছে। অন্যবারের থেকে এবার তাঁদের ব্যস্ততম এলাকা বেনারস রোডে জল কম জমবে বলে মত তাঁদের। আবার অনেকেই মনে করছেন প্রকৃত সমস্য সমাধান করতে হলে নিকাশি আরও সচল রাখার পদক্ষেপ গ্রহণ করতে হবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তবে রাস্তার কিছু অংশ এখনও খারাপ আছে বলে মত কিছু মানুষের। প্রবল বর্ষা এলে কংক্রিটের রাস্তা কতটা জমা জল আটকাতে পারে তা সময়ই বলবে মত কিছু মানুষের। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী দাবি, কংক্রিটের ফলে রাস্তাটি অনেকটাই উঁচু হয়ে গেছে। জল দাঁড়ানোর সমস্যা থাকবে না। তা ছাড়া, কংক্রিটের ঢালাই পিচের থেকে অনেকাংশে মজবুত হওয়ায় খরচ বেশি হলেও রাস্তা টিকবে বহু দিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানে ফুলের স্বর্গ, টেক্কা দিতে পারে ক্ষীরাইয়ের সঙ্গে! শীতের দিনে হোক নতুন গন্তব্য
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: হাওড়ার বেনারস রোডে জমা জলের দুর্ভোগের দিন শেষ! যা যা পদক্ষেপ নিল প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল