আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণে, ভিজবে উত্তরবঙ্গও, জেনে নিন আবহাওয়ার আপডেট
জানা গিয়েছে, গড়াইমারি গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা গড়াইমারি প্রাথমিক বিদ্যালয়। রাস্তার ধারে জনবহুল এলাকাতেই অবস্থিত ঐ স্কুলটি। কিন্তু স্কুল চত্বরে নীচু জায়গা হওয়ার কারণে এক পশলা বৃষ্টি হলেই জল জমে যায়। যার ফলে সমস্যায় পড়তে হয় পড়ুয়া থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের।
advertisement
আরও পড়ুন: দুই নাবালককে বেঁধে বেধড়ক মার, ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিতর্ক, তদন্তে দাঁতন থানা
এক শিক্ষিকা জানায়, কয়েক বছর থেকে একই সমস্যায় ভুগছে পড়ুয়ারা। হচ্ছে না প্রার্থনার প্রেয়ার লাইন। না হচ্ছে ঠিক মতো পড়াশোনা। এমনকি মিডডে মিলের জন্য জলের মধ্যেই দাঁড়াতে হচ্ছে পড়ুয়াদের। যা দেখে খারাপ লাগলেও কিছু করার থাকছে না। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক রাজিবুল ইসলাম জানান, এই সমস্যার কথা বহুবার ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত জানানো হলেও কোনোরকম হেলদোল নেই। যার ফলে জলের মধ্যেই চলছে স্কুল। এতে অনেক পড়ুয়া থাকছে অনুপস্থিত। এই ঘটনায় গড়াইমারি পঞ্চায়েতের প্রধান হাসানুজ্জামান মন্ডল দুঃখপ্রকাশ করেছেন। তিনি জানান, নিয়মের বেড়াজালে আটকে থাকায় কোনও ব্যবস্থা করা হচ্ছে না।