TRENDING:

Ghola Thana: থানা নয়, যেন পুকুরেই চলছে প্রশাসনিক কাজ! টানা বৃষ্টিতে বেহাল দশা

Last Updated:

পুলিশকর্মীরা যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ, তবে ক্ষোভ লুকিয়ে রাখেননি তাঁরা। অভিযোগ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য থানাগুলি যখন আধুনিকীকরণের পথে, তখন ঘোলা থানার এমনই বেহাল অবস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: থানা নয়, যেন পুকুরেই চলছে প্রশাসনিক কাজ! টানা বৃষ্টিতে এমনই বেহাল অবস্থা ঘোলা থানার। থানায় জলবন্দি পুলিশ।  নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। শহর থেকে শহরতলি- সবত্রই একই ছবি। তারই মাঝে নাজেহাল অবস্থা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ঘোলা থানায়।  জমে জমে রয়েছে থানার ভেতরেই।
advertisement

প্রতি বছর বর্ষাকালে এই একই চিত্র দেখা যায় বলেই জানালেন স্থানীয়রা। বর্ষা এলেই হাঁটু জল পেরিয়ে থানায় ঢুকতে হয় পুলিশ ও সাধারণ মানুষকে। ডিউটিতে থাকা পুলিশকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন এই জলের মধ্যেই। থানায় প্রশাসনিক সাহায্য নিতে আসা সাধারণ মানুষকেও একই ভোগান্তির শিকার হতে হয়। থানার ভিতরে জল, কাদা মিলিয়ে যেন এক অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে।

advertisement

আরও পড়ুনNH 16 Accident: জাতীয় সড়ক ঢাকল বিষাক্ত ধোঁয়ায়, রাস্তায় হলুদ তরল, একটি ট্যাংকারকে ঘিরে রহস্য, কী ঘঠল NH 16-এ?

পুলিশকর্মীরা যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ, তবে ক্ষোভ লুকিয়ে রাখেননি তাঁরা। অভিযোগ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য থানাগুলি যখন আধুনিকীকরণের পথে, তখন ঘোলা থানার এমনই বেহাল অবস্থা। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত সমস্যা সমাধানে কোনও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। এখন দেখার কত দিনে এই বেহাল অবস্থার ছবিটা বদলায় প্রশাসনিক এই জায়গায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Rudra Narayan Roy 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghola Thana: থানা নয়, যেন পুকুরেই চলছে প্রশাসনিক কাজ! টানা বৃষ্টিতে বেহাল দশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল