NH 16 Accident: জাতীয় সড়ক ঢাকল বিষাক্ত ধোঁয়ায়, রাস্তায় হলুদ তরল, একটি ট্যাংকারকে ঘিরে রহস্য, কী ঘঠল NH 16-এ?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে ভরে যায় চারিদিক। খড়গপুর থেকে বালেশ্বর গামী একটি লেন বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে থাকে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবারের দুপুর, জেলা জুড়ে চলছে বৃষ্টি। এর মধ্যে হঠাৎই জাতীয় সড়ক ঢেকে যায় বিষাক্ত ধোঁয়ায়। সাদা ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়। রীতিমত একটি ট্যাঙ্কারকে ঘিরে আতঙ্ক ছড়ায় খড়গপুর থেকে বালেশ্বরগামী জাতীয় সড়কে। ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়েন সাধারণ মানুষ। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকে অ্যাসিড। ট্যাঙ্কার থেকে অনর্গল বের হতে থাকে হলুদ অ্যাসিড। স্বাভাবিকভাবে জাতীয় সড়কের উপর এমন এক ভয়াবহ ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন।
জানা গিয়েছে, বালেশ্বর থেকে খড়গপুরগামী ১৬ নং জাতীয় সড়কের উকুনমারি এলাকায় একটি অ্যাসিড ট্যাঙ্কারে লিকেজের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবে অনর্গল বেরোতে থাকে ধোঁয়া। বেরোতে থাকে হলুদ রংয়ের অ্যাসিডও। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে যায় ধোঁয়ায়। স্থানীয়দের দাবি, রাস্তার একটি ধারে কাদায় আটকে গিয়েছিল এই ট্যাঙ্কারটি। তাতেই একটি ক্রেন দিয়ে টানার চেষ্টা করলে হঠাৎ এই ট্যাংকের ভাল্ভ খুলে যায়।এরপরই বেরোতে থাকে এই বিষাক্ত অ্যাসিড।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
মঙ্গলবার দুপুরে এই ঘটনায় এলাকায় বেশ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা হয়৷ কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়াতে খবর যায় খড়গপুর দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে ভরে যায় চারিদিক। খড়গপুর থেকে বালেশ্বর গামী একটি লেন বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে থাকে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জল দিয়ে পরিষ্কার করা হয় রাস্তা। এই ঘটনার পর থেকেই গাড়ির চালককে আটক করা হয়েছে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 5:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
NH 16 Accident: জাতীয় সড়ক ঢাকল বিষাক্ত ধোঁয়ায়, রাস্তায় হলুদ তরল, একটি ট্যাংকারকে ঘিরে রহস্য, কী ঘঠল NH 16-এ?