তবে জানা গিয়েছে, দীর্ঘদিনের জলের সমস্যা দূর করতে কদম্বগাছি পঞ্চায়েতের অন্তর্গত সারাবেড়িয়ায় বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মহা ধুমধাম করে জল প্রকল্পের কাজের সূচনা করেছিলেন। কয়েক বিঘা জমি জল প্রকল্পের জন্য নির্ধারণও করা হয়।
advertisement
উঁচু পাঁচিল দিয়ে ঘেরা হয় ওই জলপ্রকল্পের এলাকা। মাটি কেটে তৈরি হয় ভিতও। দ্রুত গতিতে প্রকল্পের কাজ শুরু হলেও, কিছুদিনের মধ্যে সেই কাজ বন্ধ হয়ে যায়। তারপর থেকে প্রায় দু’বছর বন্ধ রয়েছে জল প্রকল্পের কাজ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীদের সঙ্গেই কথা বলে জানা গিয়েছে, এই প্রকল্পে কাজ করা ঠিকা সংস্থার অধিকাংশ কর্মী মুর্শিদাবাদ থেকে এসেছিলেন। মজুরি না পাওয়ার কারণেই তারা কাজ বন্ধ করে দেন। বর্তমানে প্রকল্পের ভেতরে আগাছায় ভরে গিয়েছে। প্রকল্পের কাজ বন্ধ থাকায়, পানীয় জলের থেকেও বঞ্চিত বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ। অধিকাংশ গ্রামবাসীকেই তাই এখন জল কিনে খেতে হচ্ছে।
Rudra Narayan Roy





