Flower Cultivation Subsidy: ফুল চাষে ১ লক্ষ টাকা ভর্তুকি! কীভাবে মিলবে? অঢেল লাভের পথ দেখালেন কৃষি বিজ্ঞানী

Last Updated:

এই নিয়মে ফুল চাষ আরও লাভের সরকারি সুযোগ সুবিধা থেকে ফুল চাষের আদর্শ সময়, বিস্তারিত জানাচ্ছেন হর্টিকালচার আধিকারিক

+
এই

এই নিয়ম মেনে ভোল বদলে দেবে ফুল চাষে বিস্তারিত জানাচ্ছেন আধিকারিক

হাওড়া, রাকেশ মাইতি: ফুল চাষে কৃষকদের আয় বৃদ্ধি ও স্বনির্ভর করার লক্ষ্যে জেলা উদ্যান পালন বিভাগ! হর্টিকালচার বিভাগের আধিকারিক জানাচ্ছেন, ফুল চাষের বিস্তারিত। কীভাবে কোন সময় কোন ফুল চাষ করে কৃষক আরও বেশি লাভবান হবেন। বিভিন্ন ফুল চাষে সরকারি সহযোগিতা বিষয়ে আলোচনা। কুচো ফুল, কাটিং ফুল এবং কন্দ জাতীয় গাছের ফুল চাষে সরকারি বিভিন্ন ভর্তুকি ও আর্থিক সহায়তার দিকগুলি কৃষকদের বিস্তারিত জানাচ্ছেন আধিকারিক।
কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে Mission for Integrated Development of Horticulture (MIDH) স্কিমের আওতায় ওপেন ফিল্ডে কাটা ফুল চাষে প্রতি হেক্টরে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায়। পাশাপাশি বাল্ব বা কন্দ জাতের ফুল যেমন রাজনীগন্ধা, গ্ল্যাডিওলাস ইত্যাদির জন্যও রয়েছে অতিরিক্ত আর্থিক সহায়তা। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা এই খাতে খরচের ৪০ শতাংশ পর্যন্ত ভর্তুকি পেতে পারেন।
advertisement
advertisement
আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়। শেড-নেট বা পলি-হাউস নির্মাণ করে গোলাপ, জার্বেরা, অর্কিড, লিলিয়াম ইত্যাদি উচ্চমূল্যের ফুল চাষ করলে বাজারে বেশি দাম পাওয়া সম্ভব বলে জানান বিশেষজ্ঞ। নভেম্বর থেকে জানুয়ারি এই সময় কাটিং ফুলের বাজারদর সবচেয়ে বেশি থাকে। আবার স্থানীয় ও ধর্মীয় উৎসবের আগে কুচো ফুলের চাহিদা বৃদ্ধি পায়। পুজো, বিবাহ মরশুম ও উৎসব কেন্দ্রিক বাজার ধরে রাখার কৌশলও জানান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাজারে ভাল দাম পেতে তাজা ফুল সংগ্রহ, সঠিক সময়ে কাটিং, উন্নত প্যাকেজিং ও দ্রুত বাজারে পৌঁছান। এই দিকগুলিতে বিশেষ গুরুত্ব দিতে বলেন কৃষি আধিকারিকরা। স্থানীয় বাজারের পাশাপাশি শহরাঞ্চলের ফুল বিক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তোলার পরামর্শ দেন তাঁরা। ফুল চাষে সরকারি সহায়তা পেতে হলে নিকটস্থ ব্লক কৃষি দফতরে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশ।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Flower Cultivation Subsidy: ফুল চাষে ১ লক্ষ টাকা ভর্তুকি! কীভাবে মিলবে? অঢেল লাভের পথ দেখালেন কৃষি বিজ্ঞানী
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement