Doctor's Handwriting: 'পায়ে কালি মেখে কাগজের উপর ইঁদুরের লাফালাফি!' প্রেসক্রিপশনে ডাক্তারদের লেখা বিপদে ফেলছে রোগীদের, কী বলছেন ওষুধ বিক্রেতারা

Last Updated:

Doctor's Handwriting: হাতের লেখার মধ্যেই সর্বনাশ! চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। হাতের লেখা নাকি অন্য কিছু বোঝা দায়। কাগজের উপর পেন দিয়ে দাগ কাটা কয়েকটা লাইন।

ডাক্তারের হাতের লেখায় সমস্যায় ওষুধ বিক্রেতারা
ডাক্তারের হাতের লেখায় সমস্যায় ওষুধ বিক্রেতারা
বীরভূম, সৌভিক রায়: হাতের লেখার মধ্যেই সর্বনাশ! চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। হাতের লেখা নাকি অন্য কিছু বোঝা দায়। কাগজের উপর পেন দিয়ে দাগ কাটা কয়েকটা লাইন। তাতেই লুকিয়ে রয়েছে রোগীদের বেঁচে থাকার কাঠি। আর সেই দাগ কাটা বুঝতে একটু অসুবিধা হলেই বিপদ একদম নিশ্চিত। অনেক সাধনা করে তার সেই লেখা পড়ে উদ্ধার করতে হচ্ছে। একশ্রেণির চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে বিপাকে পড়ছেন ওষুধ দোকানদাররা। আর এই নিয়ে প্রায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলিং চলছে। অনেকেই মজার ছলে লিখছেন, “দেখে মনে হচ্ছে, ইঁদুর মনে হয় পায়ে কালি মেখে কাগজের ওপর লাফালাফি করেছে”।
রামপুরহাটের একাধিক ওষুধ দোকানের কর্মীদের দাবি, প্রেসক্রিপশনে আজ পর্যন্ত কোনও দিন বড় করে ওষুধের নাম লেখা থাকত না। আর সেই কারণে প্রবীণ চিকিৎসকদের প্রেসক্রিপশন বুঝতে অসুবিধা হত না। কিন্তু ইদানীং একশ্রেণির চিকিৎসকের হাতের লেখা উদ্ধার করতে কার্যত মাথার ঘাম পায়ে ফেলার মতো অবস্থা। রামপুরহাটের এক ওষুধের দোকানের কর্মচারী দিপেন্দু বিশ্বাস বাবু জানান, “প্রায় ৭০% ডাক্তারের লেখা প্রেসক্রিপশন পড়তে কার্যত হিমশিম খেতে হয়, অনেক ক্ষেত্রে ডাক্তারকে ফোন করে জিজ্ঞাসা করেন রোগীরা কী লেখা রয়েছে ওষুধের নাম”।
advertisement
advertisement
অন্যদিকে বীরভূমের বোলপুরের এক ওষুধের দোকানের মালিক জানান, “সাঁইথিয়া থেকে একজন এসেছিলেন ওষুধ কিনতে, মোট তিনটি ওষুধ লেখা ছিল তবে তার মধ্যে একটি লেখা উদ্ধার করতে পারলেও বাকি দু’টি লেখার কী মানে সেটা উদ্ধার করতে পারিনি। অবশেষে প্রেসক্রিপশনে থাকা নম্বরে ফোন করি। কম্পাউন্ডার জানান, দু’টি সিরাপ লেখা রয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে অনেক দোকানের কর্মচারীদের দাবি, “অনেক চিকিৎসক আবার ওষুধের নামের প্রথম দু’টি অক্ষর লেখার পরই লম্বা দাগা টেনে দেন। তখন তা বুঝতে সত্যিই সমস্যা হয়। তবে কিছু চিকিৎসকের লেখা অত্যন্ত পরিষ্কার যে কেউ পড়তে পারেন।” সব মিলিয়ে অনেক ডাক্তারের হাতের লেখার সমস্যার মধ্যে পড়তে হয় রোগীদের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Doctor's Handwriting: 'পায়ে কালি মেখে কাগজের উপর ইঁদুরের লাফালাফি!' প্রেসক্রিপশনে ডাক্তারদের লেখা বিপদে ফেলছে রোগীদের, কী বলছেন ওষুধ বিক্রেতারা
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement