TRENDING:

Water Crisis: দীর্ঘদিনের জল সঙ্কটের সমাধান! 'অম্রুত' প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দেবে পরিশ্রুত পানীয়, খুশির হাওয়া রঘুনাথপুরে

Last Updated:

Water Crisis: অম্রুত-২' প্রকল্পের আওতায় রঘুনাথপুর পৌর এলাকায় শুরু হয়েছে এক বিশাল জল সরবরাহ প্রকল্পের কাজ। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে প্রায় ৮৪ কোটি টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভা এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সঙ্কট ছিল একটি গুরুতর সমস্যা। সেই সমস্যার স্থায়ী সমাধানে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। ‘অম্রুত-২’ প্রকল্পের আওতায় রঘুনাথপুর পৌর এলাকায় শুরু হয়েছে এক বিশাল জল সরবরাহ প্রকল্পের কাজ। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে প্রায় ৮৪ কোটি টাকা।
advertisement

রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি জানান, ‘দীর্ঘদিন ধরে রঘুনাথপুর পৌরসভা এলাকায় পানীয় জলের অভাব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তবে রাজ্য সরকারের উদ্যোগে সেই সমস্যা এবার মিটতে চলেছে’। শীঘ্রই এলাকাবাসী এই প্রকল্পের সুফল ভোগ করবেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ পুলিশের মানবিক মুখ! জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত যাত্রীদের জন্য যা করলেন DSP, ধন্য ধন্য করছে সবাই

advertisement

রাজ্য সরকারের ‘অম্রুত-২’ প্রকল্পের মধ্য দিয়ে রঘুনাথপুর পৌরসভা এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের স্থায়ী সমস্যা মিটতে চলায় এখন খুশির হাওয়া দেখা দিয়েছে রঘুনাথপুর পৌর এলাকায়। প্রকল্পটির কাজ শুরু হয়েছে রঘুনাথপুর সংলগ্ন করগালি ঘাট থেকে। সেখান থেকেই পরিশ্রুত জল পৌরসভার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

View More

আরও পড়ুনঃ সাবধান! মুখোশের আড়ালে ঘুরছে সাইবার প্রতারকের দল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা হাওয়া

advertisement

এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের নিরাপদ ও পরিশ্রুত পানীয় জলের অভাব দূর হবে বলে আশা করা যাচ্ছে। জানা যায়, ‘অম্রুত-২’ প্রকল্পের মাধ্যমে আধুনিক পরিকাঠামো গড়ে তুলে দীর্ঘস্থায়ী জল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলাই রাজ্য সরকারের মূল লক্ষ্য।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

এই প্রকল্প রঘুনাথপুর শহরের সার্বিক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন রঘুনাথপুর শহরবাসী। বর্তমানে শহর জুড়ে এই প্রকল্প নিয়ে ব্যাপক উচ্ছ্বাস ও খুশির পরিবেশ সৃষ্টি হয়েছে। বহু বছর পর পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান পেতে চলেছেন রঘুনাথপুরবাসী।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Water Crisis: দীর্ঘদিনের জল সঙ্কটের সমাধান! 'অম্রুত' প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দেবে পরিশ্রুত পানীয়, খুশির হাওয়া রঘুনাথপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল