Cyber Fraud: সাবধান! মুখোশের আড়ালে ঘুরছে সাইবার প্রতারকের দল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা হাওয়া
- Published by:Aishwarya Purkait
- local18
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
Cyber Fraud: প্রলোভন দেখিয়ে এক শ্রমজীবী যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাজে লাগিয়ে জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা লেনদেন করে সাইবার প্রতারকেরা।
মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়: সাইবার প্রতারণার বড়সড় ছক। হাতেনাতে গ্রেফতার তিন প্রতারক। প্রায় ৭ কোটি ১৮ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে হরিহরপাড়া থানার তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হল, রাকেশ মণ্ডল ও সাহাবুল শেখ, এবং আব্দুর রউফ শেখ। নিরীহ মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাজে লাগিয়ে কোটি কোটি টাকার লেনদেন করত ওই প্রতারকের দল।
আরও পড়ুনঃ বারুইপুরে ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য, ১২০ ঘণ্টার মধ্যে পুলিশের জালে ২, উদ্ধার ১০ লক্ষ
বুধবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে হরিহরপাড়া কিষাণ মান্ডি এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানা ও সাইবার থানার যৌথ বাহিনী। সেখানেই তিন যুবককে একসঙ্গে বসে পরিকল্পনা করার সময় হাতেনাতে পাকড়াও করেছে পুলিশ। ধৃত সাহাবুলের বাড়ি ডলটনপুর এলাকায়। আব্দুর শেখের বাড়ি শিবনগর এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ মালদহ থেকে ব্রাউন সুগার এনে বিক্রি! পুলিশের ‘সারপ্রাইজ ভিজিটে’ যা হল শেষমেশ…
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়ার পাচগাছি এলাকার শ্রমজীবী যুবক আরিফ শেখের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা চালানো হয়। প্রলোভন দেখিয়ে তার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা লেনদেন করা হয়। পরে উত্তরপ্রদেশ পুলিশের তরফে আরিফ শেখকে নোটিশ পাঠানো হলে তিনি হরিহরপাড়া থানার আইসির কাছে সাহায্য চান। এর পরেই শুরু হয় তদন্ত।
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ তিন যুবকের যোগসূত্র খুঁজে বের করে। ধৃতদের কাছ থেকে ব্যাঙ্কের পাস বই, আধার কার্ড ও একাধিক সিম কার্ড উদ্ধার হয়েছে। তিনজনকেই বহরমপুর সাইবার থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, ডোমকলেও যোগসূত্র রয়েছে এই সাইবার প্রতারণা চত্রের।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 2:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyber Fraud: সাবধান! মুখোশের আড়ালে ঘুরছে সাইবার প্রতারকের দল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা হাওয়া