কোলাঘাট মানেই যেন ফুলের হাট। কোলাঘাট নামের সঙ্গে ফুল যেন সমার্থক শব্দ। কারণ কোলাঘাটের বিস্তীর্ণ এলাকায় ফুল চাষের পাশাপাশি কোলাঘাটে রয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ফুলের বাজার। এবার সেই কোলাঘাটেই নতুন বছরকে স্বাগত জানাতে রূপনারায়ণের পাড়ে বসেছে দেশ বিদেশের নানান রকমারি ফুল নিয়ে ফুলের মেলা। প্রায় এক হাজারেরও বেশি ফুলের টবে পাপড়ি মেলেছে ডালিয়া, পিঞ্চ, গাঁদা, গোলাপ, ইনকা থেকে চন্দ্রমল্লিকার মতো শীতের অতিথিরা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
ফুলের টব ছাড়াও প্রায় ১৭ টি দেশের জনপ্রিয় ও জাতীয় ফুল সংগ্রহ করে তা প্রদর্শিত হচ্ছে। কোলাঘাটে এই ফুলের মেলা উদ্বোধন করেন ফুল বিশেষজ্ঞ গোষ্ট বিহারি বেরা। দশজন প্রবীন ফুলচাষিকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠিত হয় ফুলচাষ নিয়ে এবং সখের ফুল পরিচর্চা নিয়ে আলোচনা সভা। আয়োজক সংস্থার পক্ষে বিশ্বনাথ দাস জানান, ‘ফুল চাষিদের উৎসাহ দিতে এবং সম্মান জানাতেই ন’য় বছর আগে এই ফুলের মেলার সূচনা হয়েছিল। আবহাওয়া পরিবর্তনের জন্য এবার ফুল ফুটতে দেরিহচ্ছে।শীতের বাহারি ফুল দেখতে বহু প্রকৃতিপ্রেমী ভিড় করছেন। এই ফুলের মেলা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।’
আরও পড়ুন: মাটির গয়না বিক্রি করে হতে পারে দারুণ আয়! জানুন কীভাবে শুরু করবেন এই ব্যবসা
রূপনারায়ণ নদের তীরে এই ফুল মেলায় হাজার হাজার ফুলের সমাহার হলেও, এবারে নজর কাড়ছে, তুরস্ক ও আফগানিস্তানের জাতীয় ফুল টিউলিপ, ইতালির জাতীয় ফুল ম্যাডোনা লিলি, চিনের জাতীয় ফুল পিওনি, দক্ষিণ আফ্রিকার বার্ড অব প্যারাডাইস। এছাড়াও রয়েছে সেন্ট হেলেনা পর্তুগাল ও আমেরিকা এবং কানাডা মিলিয়ে মোট সতেরোটি দেশের জনপ্রিয় তথা জাতীয় ফুল। দিল্লি ও হায়দারাবাদ থেকে সংগৃহীত করা হয়েছে এই বিরল ফুলগুলি। বর্ষবরণের সঙ্গে সঙ্গে কোলাঘাটে বাড়তি পাওনা এই ১৭ টি দেশের জাতীয় ফুল।
সৈকত শী