TRENDING:

Murshidabad News: দীর্ঘদিনের দাবিপূরণ! অবশেষে মজুরি বাড়ল বিড়ি শ্রমিকদের! পুজোর আগে খুশির হাওয়া

Last Updated:

Murshidabad News: অবশেষে বাড়তে চলেছে বিড়ি বাঁধার মজুরী। দুর্গাপুজোর আগেই খুশির খবর শ্রমিকদের জন‍্য। টানা তিন বছর পর ১৭৮ টাকা থেকে ২৪ টাকা বাড়িয়ে বিড়ি বাঁধার মজুরী করা হল হাজার প্রতি ২০২ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: অবশেষে বাড়তে চলেছে বিড়ি বাঁধার মজুরী। দুর্গাপুজোর আগেই খুশির খবর শ্রমিকদের জন‍্য। টানা তিন বছর পর ১৭৮ টাকা থেকে ২৪ টাকা বাড়িয়ে বিড়ি বাঁধার মজুরী করা হল হাজার প্রতি ২০২ টাকা। ওই চুক্তি অনুযায়ী হাজার বিড়ি পিছু ২০২ টাকা মজুরি পাবেন শ্রমিকরা।
advertisement

১ নভেম্বর থেকে বাড়বে মজুরি। মাত্র ২৪ টাকা মজুরী বাড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৭৮ টাকার যায়গায় মজুরী মিলবে ২০২ টাকা। তবে মজুরী বাড়লেও খুশি নয় বিড়ি শ্রমিকরা। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই সামান্য মজুরী বৃদ্ধিতে কি হবে ? প্রশ্ন তুলছেন বিড়ি শ্রমিকেরা। বিড়ি শ্রমিকদের কথায়, ” এই টুকু মজুরি বেড়ে লাভ কী হবে ? তেল, চালের দাম এতো বেড়ে গিয়েছে। মজুরি সেই মতো বাড়ল না। আশা করেছিলাম অন্তত ২৩০ টাকা মজুরি হবে”।

advertisement

আরও পড়ুন: ১০ দিন পরেই…বুধের গোচরে সোনায় মুড়বে ৪ রাশির কপাল! উপচে পড়বে টাকা, সাফল‍্য হাতের মুঠোয়

বিড়ি শ্রমিক ইউনিয়ন গুলোর সঙ্গে বিড়ি মালিক পক্ষের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। অরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ‍্যাসোসিয়েশনের অফিসে বৈঠক শেষে বিড়ি মজুরী বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরেই বিড়ি মজুরী বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা। কিন্তু টানা তিনবছর অতিবাহিত হলেও বাড়ানো হচ্ছিল না মজুরী।

advertisement

একাধিকবার আন্দোলন থেকে শুরু করে ইউনিয়ন গুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। গত ১৮ সেপ্টেম্বর বৈঠক হলেও মেলেনি সুরাহা। দীর্ঘ টালবাহানার পর ২৪ টাকা মজুরি বাড়াতে রাজি হন বিড়ি মালিক পক্ষ। বৈঠকে বিড়ি মালিক পক্ষের পাশাপাশি বিড়ি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১০ দিন পরেই…বুধের গোচরে সোনায় মুড়বে ৪ রাশির কপাল! উপচে পড়বে টাকা, সাফল‍্য হাতের মুঠোয়

advertisement

বাজারে সমস্ত কিছুর দামই আকাশ ছোঁয়া এর মাঝে দীর্ঘদিন মজুরী বাড়েনি এতে কষ্টে রয়েছেন বিড়ি শ্রমিকরা । তবে যে মজুরি বাড়ানো হয়েছে তা দ্রুত কার্যকর হোক দাবি বিড়ি শ্রমিকদের। জঙ্গিপুর মহকুমাতে লক্ষাধিক শ্রমিক বিড়ি বেঁধে জীবিকা নির্বাহ করেন। যদিও এবার মজুরি বাড়ল ২৪ টাকা। তবে আরও মজুরী বাড়ার অপেক্ষায় বিড়ি শ্রমিকেরা। তবে পুজোর আগে মজুরি বৃদ্ধিতে খুশির হাওয়া শ্রমিক পরিবার গুলোর মধ্যে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: দীর্ঘদিনের দাবিপূরণ! অবশেষে মজুরি বাড়ল বিড়ি শ্রমিকদের! পুজোর আগে খুশির হাওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল