কিন্তু অনেক বিশেষভাবে সক্ষম ব্যক্তি রয়েছেন, যাঁরা এই কাজ করতে পারছেন না। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এমন প্রায় ৭৫ হাজার মানুষকে চিহ্নিত করেছে। এই বিশেষভাবে সক্ষমদের ভোটার তালিকায় নাম তুলতে এবার বিশেষ অভিযান চালাবে প্রশাসন তারা ঠিক করেছে, ব্লকে ব্লকে শিবির করা হবে।
আরও পড়ুন: আড়াই বছর পর চালু হচ্ছে সূর্যপুর ব্রিজ, জেনে নিন কবে! আনন্দে আত্মহারা এলাকার বাসিন্দারা
advertisement
এখনও যাঁদের ভোটার তালিকায় নাম ওঠেনি, এমন ব্যক্তিদের নিয়ে এসে আবেদনপত্র জমা করানোর ব্যবস্থা করবেন আধিকারিকরা। এর আগে কখনও এমন উদ্যোগ গ্রহণ করা হয়নি বলেই জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখানেই শেষ নয়, যদি সেই সব বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতিবন্ধী সার্টিফিকেট না থাকে, তাহলে সেই সংশাপত্র দেওয়ার জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। আগামী নির্বাচনের আগে যাতে যোগ্য ব্যক্তিদের নাম ভোটার তালিকা উঠে যায়, সেই ব্যবস্থাও করবে প্রশাসন।
সুমন সাহা