TRENDING:

Fashion Show: গ্ল্যামারাস জগতের স্বাদ নিয়ে ফ্যাশন ওয়ার্ল্ডের রাম্পে হাঁটলেন দৃষ্টিহীন মডেলরা

Last Updated:

এ যেন অন্য অভিজ্ঞতা, গ্ল্যামারাস জগতের স্বাদ নিয়ে ফ্যাশন ওয়ার্ল্ডের রেম্পে হাঁটলেন দৃষ্টিহীন মডেলরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ঝাঁ চকচকে রাম্পে সুন্দরীদের সঙ্গে হাঁটলেন দৃষ্টিহীন মডেলরাও। জেলায় এই প্রথম কোন রাম্পশো-তে এভাবে নিজেদের মেলে ধরার সুযোগ পেল ওরাও। এদিন জেলা সদর শহর বারাসাতের বিদ্যাসাগর ভবনে আয়োজন করা হয়েছিল বাউলী ফ্যাশন শো। সেখানেই উত্তর ২৪ পরগনা জেলা সহ অন্যান্য জেলা থেকে বিভিন্ন সুন্দরী মডেলরা অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়।
advertisement

হাল হিলের ফ্যাশনকে মাথায় রেখেই বিভিন্ন পোশাকের ডিজাইন করা থেকে শুরু করে রাম্পে ওয়ার্ক সবেতেই বিশেষ নজর কেড়েছে এই বাউলি ফ্যাশন শো এর মডেলরা। সব মিলিয়ে প্রায় শতাধিক পুরুষ মহিলা এমনকি শিশু মডেলরাও এই প্রতিযোগীতায় অংশ নিয়েছিলেন।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

তাদের মাঝেই দৃষ্টিহীন বেশ কয়েকজন মডেল এদিন বারাসাতের এই ফ্যাশন শো এ রাম্পে হাঁটলেন। শুধু তাই নয় জীবনে প্রথম এ ধরনের মঞ্চে রাম্পে ওয়াক করতে পেরে রীতিমত খুশি তারা বলেও জানান। দৃষ্টিহীন বলে পিছিয়ে পড়া এ হেন মানুষদের সামনের সারিতে তুলে আনতে পাশাপাশি তারাও যে আর দশজনের থেকে কোনো অংশে কম নন, সেই বিষয়টিকে তুলে ধরতেই ফ্যাশন ডিজাইনার দীপ দত্তের এই প্রয়াস রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।

advertisement

আরও পড়ুনActress Who Turned Into Sadhvi: একসময় বলিউড কাঁপিয়ে, পুরুষ মনে ঝড় তুলে এখন টাকা-সংসার-লালসা ছেড়ে তপস্বী হয়েছেন এই ৫ নায়িকা!

ফ্যাশন শো এ অংশ নেওয়া সুন্দরী মডেলরাও দৃষ্টিহীন এমন মডেলদের সঙ্গে রেম্পওয়াক করতে পেরে খুশি বলে জানান। এমন উদ্যোগ এর আগে কখনও কোথাও দেখেননি তারা, যা এদিন দেখল বারাসাতের মানুষজন। আগামী দিনে এই দৃষ্টিহীন মডেলদের দিয়ে বিভিন্ন জায়গায় ফ্যাশন শো সহ নানা ভাবে কাজে লাগানোর সুযোগ করে দেওয়া হবে বলেও জানান ফ্যাশন ডিজাইনার দীপ দত্ত। গ্ল্যামার ওয়ার্ল্ড এর এ যেন এক অন্যধারা দেখল সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fashion Show: গ্ল্যামারাস জগতের স্বাদ নিয়ে ফ্যাশন ওয়ার্ল্ডের রাম্পে হাঁটলেন দৃষ্টিহীন মডেলরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল