হাল হিলের ফ্যাশনকে মাথায় রেখেই বিভিন্ন পোশাকের ডিজাইন করা থেকে শুরু করে রাম্পে ওয়ার্ক সবেতেই বিশেষ নজর কেড়েছে এই বাউলি ফ্যাশন শো এর মডেলরা। সব মিলিয়ে প্রায় শতাধিক পুরুষ মহিলা এমনকি শিশু মডেলরাও এই প্রতিযোগীতায় অংশ নিয়েছিলেন।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
তাদের মাঝেই দৃষ্টিহীন বেশ কয়েকজন মডেল এদিন বারাসাতের এই ফ্যাশন শো এ রাম্পে হাঁটলেন। শুধু তাই নয় জীবনে প্রথম এ ধরনের মঞ্চে রাম্পে ওয়াক করতে পেরে রীতিমত খুশি তারা বলেও জানান। দৃষ্টিহীন বলে পিছিয়ে পড়া এ হেন মানুষদের সামনের সারিতে তুলে আনতে পাশাপাশি তারাও যে আর দশজনের থেকে কোনো অংশে কম নন, সেই বিষয়টিকে তুলে ধরতেই ফ্যাশন ডিজাইনার দীপ দত্তের এই প্রয়াস রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।
advertisement
ফ্যাশন শো এ অংশ নেওয়া সুন্দরী মডেলরাও দৃষ্টিহীন এমন মডেলদের সঙ্গে রেম্পওয়াক করতে পেরে খুশি বলে জানান। এমন উদ্যোগ এর আগে কখনও কোথাও দেখেননি তারা, যা এদিন দেখল বারাসাতের মানুষজন। আগামী দিনে এই দৃষ্টিহীন মডেলদের দিয়ে বিভিন্ন জায়গায় ফ্যাশন শো সহ নানা ভাবে কাজে লাগানোর সুযোগ করে দেওয়া হবে বলেও জানান ফ্যাশন ডিজাইনার দীপ দত্ত। গ্ল্যামার ওয়ার্ল্ড এর এ যেন এক অন্যধারা দেখল সকলে।
Rudra Narayan Roy





