Actress Who Turned Into Sadhvi: একসময় বলিউড কাঁপিয়ে, পুরুষ মনে ঝড় তুলে এখন টাকা-সংসার-লালসা ছেড়ে তপস্বী হয়েছেন এই ৫ নায়িকা!

Last Updated:
Actress Who Turned Into Sadhvi: মহাকুম্ভ ২০২৫ শুরু হয়েছে এবং এখন মেলায় নাগা বাবা এবং সাধ্বীদের ছবি টিভি এবং সংবাদপত্রে সর্বত্র রয়েছে৷ ফিল্ম ইন্ডাস্ট্রি এবং গ্ল্যামার জগতেও এমন অভিনেত্রী রয়েছেন যারা গ্ল্যামারের গ্ল্যামার ছেড়ে জীবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ এমন ৫ জন অভিনেত্রীকে চিনুন
1/7
এবার কুম্ভে ভাইরাল হয়েছেন হর্ষা রিছাড়িয়া (Harsha Richhariya)৷ কে এই সাধ্বী?খোঁজ নিতেই জানা গেল যে ইনি ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দগিরিজি মহারাজের শিষ্যা। দু’বছর আগে সাধ্বী হয়েছেন। অনেকে আবার এই সাধ্বীকে লোক দেখানো বলে কটাক্ষ করেছেন৷ সে যাই হোক, এমন সত্যিই বেশ কয়েকজন বলিউড নায়িকা রয়েছেন, যাঁরা জীবনে লোভ-লালসার জীবন ছেড়ে হয়েছেন তপস্বী৷
এবার কুম্ভে ভাইরাল হয়েছেন হর্ষা রিছাড়িয়া (Harsha Richhariya)৷ কে এই সাধ্বী?খোঁজ নিতেই জানা গেল যে ইনি ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দগিরিজি মহারাজের শিষ্যা। দু’বছর আগে সাধ্বী হয়েছেন। অনেকে আবার এই সাধ্বীকে লোক দেখানো বলে কটাক্ষ করেছেন৷ সে যাই হোক, এমন সত্যিই বেশ কয়েকজন বলিউড নায়িকা রয়েছেন, যাঁরা জীবনে লোভ-লালসার জীবন ছেড়ে হয়েছেন তপস্বী৷
advertisement
2/7
মহাকুম্ভ ২০২৫ শুরু হয়েছে এবং এখন মেলায় নাগা বাবা এবং সাধ্বীদের ছবি টিভি এবং সংবাদপত্রে সর্বত্র রয়েছে৷ ফিল্ম ইন্ডাস্ট্রি এবং গ্ল্যামার জগতেও এমন অভিনেত্রী রয়েছেন যারা গ্ল্যামারের গ্ল্যামার ছেড়ে জীবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ এমন ৫ জন অভিনেত্রীকে চিনুন
মহাকুম্ভ ২০২৫ শুরু হয়েছে এবং এখন মেলায় নাগা বাবা এবং সাধ্বীদের ছবি টিভি এবং সংবাদপত্রে সর্বত্র রয়েছে৷ ফিল্ম ইন্ডাস্ট্রি এবং গ্ল্যামার জগতেও এমন অভিনেত্রী রয়েছেন যারা গ্ল্যামারের গ্ল্যামার ছেড়ে জীবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ এমন ৫ জন অভিনেত্রীকে চিনুন
advertisement
3/7
বরখা মদন ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত রাম গোপাল ভর্মার ছবি ভূতে তাকে দেখা যায়৷ কিন্তু নভেম্বর ২০১২ সালে তিনি একজন বৌদ্ধ সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নেন৷ আজও তিনি এটাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন৷
বরখা মদন২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত রাম গোপাল ভর্মার ছবি ভূতে তাকে দেখা যায়৷ কিন্তু নভেম্বর ২০১২ সালে তিনি একজন বৌদ্ধ সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নেন৷ আজও তিনি এটাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন৷
advertisement
4/7
অনঘা ভোঁসলেদেশের সবচেয়ে বড় শো অনুপমাতে কাজ করেছেন এই অভিনেত্রী৷ কিন্তু অবসরের সিদ্ধান্ত নেন তিনি৷
অনঘা ভোঁসলেদেশের সবচেয়ে বড় শো অনুপমাতে কাজ করেছেন এই অভিনেত্রী৷ কিন্তু অবসরের সিদ্ধান্ত নেন তিনি৷
advertisement
5/7
মমতা কুলকর্নি৯এর দশকে মমতা কুলকর্নি অনেক ছবি মুক্তি পেয়েছিল এবং তিনি বড় সুপারস্টারদের সঙ্গে কাজ করেছিলেন৷ তারপর তিনিও অবসর নেন৷ ১২ বছর তিনি তপস্যাও করেছিলেন৷
মমতা কুলকর্নি৯এর দশকে মমতা কুলকর্নি অনেক ছবি মুক্তি পেয়েছিল এবং তিনি বড় সুপারস্টারদের সঙ্গে কাজ করেছিলেন৷ তারপর তিনিও অবসর নেন৷ ১২ বছর তিনি তপস্যাও করেছিলেন৷
advertisement
6/7
ঈশিকা তানেজা গ্ল্যামার ও মডেলিং জগতে বিখ্যাত অভিনেত্রী ঈশিকা তানেজার নামও গিনেস বুক অফ ওয়ার্লড রেকর্ডসে নথিভুক্ত হয়েছে৷ এরপরও অল্প বয়সেই অবসরের সিদ্ধান্ত নেন তিনি এবং তপস্যীর জীবনযাপন করছেন৷
ঈশিকা তানেজাগ্ল্যামার ও মডেলিং জগতে বিখ্যাত অভিনেত্রী ঈশিকা তানেজার নামও গিনেস বুক অফ ওয়ার্লড রেকর্ডসে নথিভুক্ত হয়েছে৷ এরপরও অল্প বয়সেই অবসরের সিদ্ধান্ত নেন তিনি এবং তপস্যীর জীবনযাপন করছেন৷
advertisement
7/7
নীতা মেহতা নীতা বলিউডে ডজন খানেক ছবিতে কাজ করে জনপ্রিয় হন৷ কিন্তু কিছুদিন পর তিনি পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন৷
নীতা মেহতানীতা বলিউডে ডজন খানেক ছবিতে কাজ করে জনপ্রিয় হন৷ কিন্তু কিছুদিন পর তিনি পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন৷
advertisement
advertisement
advertisement