TRENDING:

Vishwakarma Puja 2023: বিশ্বকর্মা পুজোয় বাংলায় নতুন রেকর্ড! সব জেলাকে হারাল পূর্ব মেদিনীপুর! কোন ক্ষেত্রে রেকর্ড, জানেন?

Last Updated:

Vishwakarma Puja 2023: এবার বিশ্বকর্মা পুজোর উৎসব আবহে পূর্ব মেদিনীপুর জেলায় তারাপীঠে মদ বিক্রি হওয়ার টাকার পরিমানকে কার্যত টেক্কা দিল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: বিশ্বকর্মা পুজো দিয়ে বাঙালির উৎসবে শুরু। বাঙালির উৎসবের শুরুতেই পূর্ব মেদিনীপুর জেলায় রেকর্ড পরিমাণ মদ বিক্রি। কার্যত অবাক জেলা আবগারি দফতরের কর্তারা! চলতি মাসেই কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠের মদ বিক্রি কার্যত রাজ্যবাসীকে অবাক করে দিয়েছিল। কারণ ওই একদিনে পাঁচ কোটি টাকারও বেশি মদ বিক্রি হয়েছিল।
পূর্ব মেদিনীপুরে রেকর্ড
পূর্ব মেদিনীপুরে রেকর্ড
advertisement

এবার বিশ্বকর্মা পুজোর উৎসব আবহে পূর্ব মেদিনীপুর জেলায় তারাপীঠে মদ বিক্রি হওয়ার টাকার পরিমানকে কার্যত টেক্কা দিল! প্রায় ছয় কোটি টাকার মদ বিক্রি হল বিশ্বকর্মা পুজো আবহে।

আরও পড়ুন: সর্বনাশ! আশোকনগরে ডাস্টবিনে ওগুলো কী! মাথায় হাত কত মানুষের

View More

পূর্ব মেদিনীপুর জেলা বিগত কয়েকটি উৎসব অনুষ্ঠানে মদ বিক্রির পরিসংখ্যানের নিরিখে প্রথম স্থানে রয়েছে। আর সেই রেকর্ড বজায় থাকল চলতি বছরের বিশ্বকর্মা পুজোর দিন। রাজ্যের বিভিন্ন জেলায় বিক্রি হওয়া মদের পরিসংখ্যানে সবাইকে টেক্কা দিয়েছে পূর্ব মেদিনীপুর। এমনিতেই পূর্ব মেদিনীপুর রাজ্যের অন্যতম শিল্প তালুক হিসেবে বিবেচিত হয়।

advertisement

হলদিয়া শিল্পাঞ্চলে ছোটো-বড় মিলিয়ে রয়েছে একাধিক সংস্থাও। এর পাশাপাশি কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি, কোলাঘাটে রয়েছে ছোট বড় কারখানা। আর এই শিল্প তালুকে ধুমধাম করে সম্পন্ন হয় বিশ্বকর্মা পুজো। আর ঠিক সেই আবহেই চলতি মাসের ১৮ সেপ্টেম্বর এই জেলায় বিপুল মদ বিক্রি হয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের অন্যতম সমুদ্র পর্যটন কেন্দ্রগুলি অবস্থিত। ফলে মদ বিক্রির পরিসংখ্যান নতুন রেকর্ড ছুঁয়েছে।

advertisement

আরও পড়ুন: এটি কী প্রাণী বলতে পারবেন? থ বিজ্ঞানীরাও, আসল সত্য বেরিয়ে আসতেই আকাশ থেকে পড়ল সকলে

আবগারি দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, বিশ্বকর্মা পুজোর দিন ৭০ হাজার ২০১ ব্যারেল লিটার দেশি মদ বিক্রি হয়েছে এবং ৩৫ হাজার ২১০ ব্যারেল লিটার বিদেশি মদ বিক্রি হয়েছে। এর পাশাপাশি ৫৪ হাজার ৭৯৯ ব্যারেল লিটার বিয়ার বিক্রি হয়েছে। সব মিলিয়ে বিশ্বকর্মা পুজোর দিন পূর্ব মেদিনীপুর জেলাতেই মোট ৫ কোটি ৮৯ লাখ ২১ হাজার ৭৮৪ টাকার মদ বিক্রি হয়েছে। বাঙালির উৎসবের ছুটির দিন বিশ্বকর্মা পুজোয় এই মদ বিক্রির পরিসংখ্যান অবাক করেছে খোদ জেলা আবগারি দফতরের আধিকারিকদের। আবগারি দফতরের অভিমত, সামনে উৎসব আবহে পূর্ব মেদিনীপুর জেলায় মদ বিক্রির পরিসংখ্যান পুরোনো সব রেকর্ডকে ছাপিয়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা! নিজের কানেই শুনুন
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vishwakarma Puja 2023: বিশ্বকর্মা পুজোয় বাংলায় নতুন রেকর্ড! সব জেলাকে হারাল পূর্ব মেদিনীপুর! কোন ক্ষেত্রে রেকর্ড, জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল