মাথায় মদের গ্লাস আর পাশে স্বল্প বস্ত্র পরিহিতা এক মহিলা, তাঁর সঙ্গেই চটুল হিন্দি গানে নাচে মত্ত কামারহাটির ছাত্র নেতা তথা তৃণমূলকর্মী রানা বিশ্বাস। এই ছবি দেখে প্রথমে অনেকেই চমকে যেতে পারেন! ভাবতেই পারেন এটা কোনও কোন বার বা হোটেলের পার্টির কোনও দৃশ্য। কিন্ত এটা আদতে ভৈরব গাঙ্গুলি কলেজের ‘ফেস্ট’-এর দৃশ্য।
advertisement
এই প্রসঙ্গে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানান, “এইরকম একটু নাচ-গান হয়েই। নাচ সবাই পছন্দ করে এবং মজা পায়। আর এতেই আপত্তি জানিয়েছে বিরোধীরা।”
আরও পড়ুন: ২৫০ ছাড়াল লঙ্কা..বেগুন তো ছুঁয়েই দেখা যাচ্ছে না! বর্ষার বাজারের কী অবস্থা জানেন?
ছাত্রনেতার এমন কুকীর্তির ছবি সামনে আসতেই বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, “তৃণমূল রাজ্যের কলেজ গুলো কে বার বানিয়ে দিয়েছে। দিদিমণির অনুপ্রেরণায় কলেজগুলোতে কালচার নষ্ট হয়ে যাচ্ছে।তাই কোন কলেজে মনোজিত,কোন কলেজে রানা বিশ্বাস আবার আরজি কর হাসপাতালে সন্দীপ ঘোষেদের বাড়-বাড়ন্ত হয়ে গেছে। তাই রানা বিশ্বাসরা মাথায় মদের গ্লাস নিয়ে কলেজের ফেস্টে বেলি ড্যান্স করছে। শিক্ষাঙ্গন অধঃপতনে যাচ্ছে।”
আরও পড়ুন: পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে কঠোর পদক্ষেপ, স্টেশন চত্বর, কোচ নোংরা করলেই এবার কড়া ব্যবস্থা
অন্যদিকে, এই বিষয়ে রানা বিশ্বাসকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,”ওটা মদের গ্লাস সেটা কে বলল? জামাল কুদু নাচে যদি আমি অপরাধ করে থাকি তাহলে ববি দেওয়াল ও অপরাধ করেছে।।তার আগে জেল হওয়া উচিত।”