Indian Railways: পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে কঠোর পদক্ষেপ, স্টেশন চত্বর বা কোচ নোংরা করলেই এবার কড়া ব্যবস্থা !

Last Updated:

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে কঠোর পদক্ষেপ: জুন মাসে মালদহ বিভাগের আরপিএফ দ্বারা ৯০৪ জনকে জরিমানা ৷

স্টেশন চত্বর বা কোচ নোংরা করলেই এবার কড়া ব্যবস্থা ! (Representational Image)
স্টেশন চত্বর বা কোচ নোংরা করলেই এবার কড়া ব্যবস্থা ! (Representational Image)
আবীর ঘোষাল, কলকাতা: নতুন রঙ করা প্ল্যাটফর্মে গুটখার ছোপ। কোচের মধ্যে আসনের তলায় ভর্তি খাবারের উচ্ছিষ্ট। আবার স্টেশনের লিফটে টুকরো করে ফেলে রাখা বিড়ি বা সিগারেটের অংশ। এভাবেই ভারতীয় রেলের একাধিক স্টেশনে এমন ছবি ধরা পড়ছিল। গত কয়েক দিন ধরে পূর্ব রেলের মালদহ ডিভিশন এই সব জিনিস চিহ্নিত করে। বিভিন্ন স্টেশনে রেলের পক্ষ থেকে এই বিষয়ে নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে, স্বচ্ছ ভারত মিশন-এর উদ্দেশ্যকে সামনে রেখে পূর্ব রেলের মালদহ বিভাগ নিয়মিতভাবে তার অধীনস্থ স্টেশন ও ট্রেনগুলিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মণীশ কুমার গুপ্ত-র দিকনির্দেশনায় এই প্রচেষ্টা রেল যাত্রীদের জন্য একটি পরিচ্ছন্ন, সুরক্ষিত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দিকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই অভিযানের অংশ হিসেবে, ডিভিশনাল সিকিউরিটি কমিশনার এ. কে. কুল্লু-র তত্ত্বাবধানে মালদহ বিভাগের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) পরিচ্ছন্নতার নিয়মভঙ্গের বিরুদ্ধে কড়া নজরদারি শুরু করেছে। প্ল্যাটফর্ম বা ট্রেনের ভিতরে থুতু ফেলা, ময়লা ফেলা বা ধূমপান করার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
গত জুন ২০২৫, মাসে এই অভিযানের অংশ হিসেবে মোট ৯০৪ জন যাত্রীকে নিয়ম ভঙ্গের জন্য আটক ও জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৭৭০ জন যাত্রীকে ময়লা ফেলার অপরাধে, এবং ১৩৪ জনকে রেল চত্বরে ধূমপান করার অপরাধে জরিমানা করা হয়েছে।এই অভিযানে মোট ₹১,৮১,৭০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও রেল চত্বরে নাগরিক দায়িত্বের বোধ জাগানো। মালদহ বিভাগ সমস্ত যাত্রীদের কাছে আবেদন জানাচ্ছে— রেল স্টেশন ও ট্রেন চত্বরে ময়লা ফেলা ও ধূমপান করা থেকে বিরত থাকুন। পরিষ্কার,পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব ভারতীয় রেল গড়ে তুলতে অংশগ্রহণ করুন। বাকি ডিভিশনেও চলছে এমন অভিযান।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে কঠোর পদক্ষেপ, স্টেশন চত্বর বা কোচ নোংরা করলেই এবার কড়া ব্যবস্থা !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement