IND vs ENG 3rd Test: ঋষভ পন্থের আঙুলের চোট চিন্তা বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার, চোট কতটা গুরুতর? বিসিসিআই জানাল আপডেট
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Update on Rishabh Pant Injury: বৃহস্পতিবার ইংল্যান্ডের ইনিংসের ৩৪তম ওভারে একটি বল আটকাতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন পন্থ। মাঠ ছাড়তে হয় তাঁকে। পরিবর্তে উইকেট কিপিং করতে নামতে হয়েছে ধ্রুব জুড়েলকে।
লর্ডসে শুরু হয়ে গিয়েছে ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। পাঁচ টেস্টের সিরিজে ফল এখন ১-১। লর্ডসে টস হেরে প্রথমে বল করছে ভারত। বৃহস্পতিবার প্রথম দিনের শেষে ইংল‍্যান্ডের রান ৪ উইকেটে ২৫১ ৷ জো রুট অপরাজিত ৯৯ রানে। আজ, শুক্রবার দ্বিতীয় দিনের খেলা। তবে ভারতীয় শিবিরে উদ্বেগ এখন ঋষভ পন্থের চোটকে ঘিরে ৷ (Photo Source: X)
advertisement
advertisement
advertisement
উইকেটের পিছেন গ্লাভস পরে দাঁড়াতেই এরপর অসুবিধা হচ্ছিল পন্থের ৷ বুমরাহের ওই ওভার শেষ হওয়ার পর মাঠ ছাড়তে হয় পন্থকে। পন্থের চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। ভারতীয় শিবির থেকেও কিছু জানানো হয়নি। তিনি যদি ব্যাট করতে না পারেন, তা হলে কী হবে? জুড়েল কি তাঁর পরিবর্ত হিসাবে ব্যাট করতে পারবেন? ক্রিকেটের নিয়ম অনুযায়ী, জুড়েল ব্যাট করতে পারবেন না। চোটের জন্য পন্থ ব্যাট করতে না পারলে ১০ জন ব্যাটসম্যানকে দিয়েই কাজ চালাতে হবে ভারতকে ৷ (Photo: AP)
advertisement