Today Kolkata Market Price: ২৫০ ছাড়াল লঙ্কা..বেগুন তো ছুঁয়েই দেখা যাচ্ছে না! বর্ষার বাজারের কী অবস্থা জানেন?
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বর্ষায় সবজি চাষে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির আশঙ্কা। তাই ফের বাড়তে পারে সবজির দাম! আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন আমজনতা। ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন থেকে লঙ্কা; বিনস্- ক্যাপসিকাম।
প্রবল বর্ষণে নাকাল বঙ্গবাসী। আর বর্ষায় সবজি চাষে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির আশঙ্কা। তাই ফের বাড়তে পারে সবজির দাম! আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন আমজনতা। ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন থেকে লঙ্কা; বিনস্- ক্যাপসিকাম। সেঞ্চুরির দোরগোড়ায় করলা, ঝিঙে, বরবটি। ঝটপট দেখে নেওয়া যাক সবজির বাজার দর।
advertisement
advertisement
advertisement
advertisement









