TRENDING:

Viral Video: বয়স ৮৮, এখনও তাঁর অভিনয় সকলকে কাঁদায়! কাহিনি জানলে অবাক হবেন

Last Updated:

Viral Video: ছোট থেকেই বাবার কাছে নাট্যচর্চায় হাতে খড়ি। অভিনয় করেছেন বিভিন্ন নাট্যদলে। ৮৮ বছরের বৃদ্ধকে দেখলে অবাক হবেন! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: পারিবারিকভাবে নাটকের ধারা অব্যাহত। বাবার পর ছেলে, ছেলের পর তার ছেলেও এখন নাটক নিয়েই চর্চা করে। পারিবারিকভাবে স্বাধীনতা আন্দোলনকারীর পরিবার। তবে দেশ স্বাধীনের আগে থেকেই নাট্যচর্চা যেন পরিবারের এক অঙ্গ। তবে এখনও পারিবারিক সেই নাট্যচর্চার ধারাকে জিইয়ে রেখেছেন প্রাক্তন এই শিক্ষক তথা নাট্য ব্যক্তিত্ব। এখনও সাবলীল ভঙ্গিতে নাটকের দৃশ্য উপস্থাপন করতে পারেন তিনি। বয়সের ভার ন্যূহ্য করতে পারেনি তাঁকে।
advertisement

বয়স যত গড়াচ্ছে ততই শরীরের কার্যক্ষমতা কমছে, তবুও এখনও বিভিন্ন জায়গায় দিব্যি যে কোনও চরিত্রে অভিনয় করতে পারেন তিনি। অসহায় বাবার চরিত্র থেকে রাজার পাঠ, সামাজিক থেকে পৌরাণিক নাটক কিংবা যাত্রার যে কোনও চরিত্রে অভিনয় করেছেন। কখনও সেজেছেন পাঞ্জাবি। এখনও গলায় সেই জোর বিদ্যমান। বয়স প্রায় ৮৫ পেরোলেও গলায় সেই পুরানো স্বর।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

নাটক, থিয়েটার যেন তাঁর রক্তে। সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বড় হয়ে ওঠা। চোখের সামনেই দেখেছেন স্বাধীনতা আন্দোলন। বাড়ির লোকেরা যুক্ত ছিলেন স্বাধীনতা আন্দোলনে। তবে বাবাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন নাট্যচর্চায়। পারিবারিক সেই ধারাকে বহমান রেখেছেন প্রাক্তন এই শিক্ষক। লিখেছেন নাটক, সেই সংখ্যাটাও বেশ। সেই স্কুল জীবন থেকে শুরু নাটক পরিবেশন। একে একে বাবা, পরিবারের অন্যদের থেকে শিখেছেন নাটকের অভিনয় ও সংলাপ। পড়াশুনার পাশাপাশি নিয়মিত করতেন নাটকও। কখনও চরিত্রে অভিনয় আবার কখনও নির্দেশনা সবেতেই পারদর্শী তিনি। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা প্রাক্তন শিক্ষক যুগজিৎ নন্দ। বয়স নয় নয় করে ৮৮ বছর, তবুও তাঁর গলায় সেই জোর। এখনও অভিনয় করে কাঁদিয়ে দিতে পারেন দর্শককে, হাঁসিয়ে তুলতে পারেন ছোট থেকে বড় সকলকে। শুধুই যে নাটক অভিনয় করতে, তিনি লেখেন নাটকের দৃশ্য।

advertisement

View More

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে শোরগোল! মাটি খুঁড়তেই সামনে এল ভয়াবহ জিনিস! বিএসএফের চক্ষু চড়কগাছ

ছোট থেকেই বাবার কাছে নাট্যচর্চায় হাতে খড়ি। অভিনয় করেছেন বিভিন্ন নাট্যদলে। স্কুল-কলেজ জীবনে বিভিন্ন নাটক যাত্রাতে অংশ নিয়েছেন তিনি। তবে এখনও তিনি নাটক করেন। যেকোনও চরিত্র তাঁর গলায় মানায়। তবে বর্তমানে স্কুল জীবন থেকে অবসর নিয়ে বাড়িতেই একাধিক নাটক লিখেছেন যুগজিৎ বাবু। শুধু বাংলা নয়, বাংলার পাশাপাশি হিন্দিতেও লিখেছেন একাধিক নাটক। বর্তমানে তাঁর ছেলেরাও নাটকে অভিনয় করে।

advertisement

বয়স প্রায় ৮৮ বছর। এখন আর তিনি লিখতে পারেন না। পরিবারের সদস্যদের কাছে বসে তিনি বলেন আর অন্যজন লিখে চলেন নাটকের সংলাপ। তবে এখনও তাঁর গলার জোর এবং ভঙ্গিমা একই রয়েছে। এই বয়সে এসেও তিনি ভোলেননি নাট্যচর্চা। সময় পেলে লেগে পড়েন অভিনয় করতে।তবে স্বাভাবিকভাবে তিনি এক ইতিহাস। এখনও নাটক, থিয়েটারের ধারাকে বহমান রেখে চলেছেন তিনি। তার এই শৈল্পিক ভাবনা এবং তার সাংস্কৃতিক চিন্তাধারাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: বয়স ৮৮, এখনও তাঁর অভিনয় সকলকে কাঁদায়! কাহিনি জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল