বিরাট ময়াল সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় খাতড়ার নারগাশোল গ্রামে। বাঁকুড়ার খাতড়ার নারগাশোল গ্রামের খেলার মাঠের পাশে সাপটি পায় স্থানীয় যুবকরা। বাসিন্দারা জানান এত বড় আকারের সাপ এই এলাকায় আগে কোনদিন দেখা যায়নি। ফলে বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। সাপ দেখতে ভিড় গ্রামের প্রচুর মানুষ।
আরও পড়ুন: এই দুই ফুল দিয়ে কোজাগরী লক্ষ্মী পুজো করুন! ধন-সম্পদে ভরবে ঘর! জানুন জ্যোতিষীর মত
advertisement
খাতড়ার বনদফতরে খবর দেওয়া হয়। বনদফতরের কর্মীরা গ্রামে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। বনদফতর জানায় সাপটি প্রায় ৮ ফুট লম্বা ও প্রায় ১৫ কেজি ওজনের ছিল। কিছুক্ষণ পর্যবেক্ষণের রাখার পর সুস্থ অবস্থায় সাপটিকে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদফতর জানায়। সচরাচর বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় কালে ভদ্রে দেখা মেলে ময়াল সাপের। তবে সাম্প্রতিক এত বড় ময়াল সাপ দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বৈজ্ঞানিক নাম পাইথনাইড। জনপ্রিয় নাম পাইথন, আঞ্চলিক ভাবে বলা হয় ময়াল সাপ। বাঁকুড়ার জেলার জঙ্গলমহল এলাকার আবহাওয়া যথেষ্ট উপযুক্ত এই সাপের জন্যে। সেই কারণেই বেশির ভাগ ময়াল সাপ উদ্ধার করা হয় এই অঞ্চল থেকেই।
নীলাঞ্জন ব্যানার্জী