অভিযোগ বারংবার পঞ্চায়েত ও প্রশাসনিক স্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি। যদিও ভিডিও প্রকাশ্যে আসতেই এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার রাস্তা নির্মাণের আশ্বাস দিয়েছেন।
advertisement
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া পঞ্চায়েতের ইন্দুটি গ্রামে যেন ‘মরেও শান্তি নেই’ পরিস্থিতি! প্রায় ৮০০ মিটার বেহাল দশা রাস্তার।শ্মশান পর্যন্ত মৃতদেহ নিয়ে যেতে গ্রামবাসীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বর্ষণে বেড়েছে ভোগান্তি।বৃষ্টির জলে থৈ থৈ সেই পথে, হাঁটু সমান কাদা পেরিয়ে প্রিয়জনের নিথর দেহ কাঁধে তুলে নিতে হচ্ছে গ্রামবাসীদের। সেই দৃশ্যই এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
কয়েকদিনের টানা বৃষ্টিতে এই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। গ্রামের একজন বাসিন্দা মারা যাওয়ার পর রাস্তার বেহাল দশার কারণে সেদিন দেহ সৎকার করা সম্ভব হয়নি। পরের দিন সকালে বহু কষ্টে কাদা জল পেরিয়ে মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে গিয়ে গ্রামবাসীদের যে হিমশিম অবস্থা।
এই চিত্র সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা একযোগে শাসকদলকে কাঠগড়ায় তুলেছে। অন্যদিকে, বেহালা রাস্তার ভিডিও প্রকাশ্যে আসতেই জেলা পরিষদের পক্ষ থেকে রাস্তা নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে।
সায়নী সরকার