মঙ্গলবার ভোর রাতে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে হাতির তাণ্ডবে ভাঙল একাধিক ঘরবাড়ি। স্থানীয় সূত্রে খবর, প্রায় ১০০ টি দাঁতাল হাতি এলাকায় প্রবেশ করে ৯-১০ টি বাড়ি ভেঙে চুরমার করেছে। শুধু তাই নয় একটি আইসিডিএস কেন্দ্রেও তাণ্ডব চালায় হাতির পাল।
আরও পড়ুন: চুম্বক দিয়ে নদী থেকে পয়সা তুলছে শিশুরা! গোটা ঘটনা জানলে চোখে জল আসবে!
advertisement
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের পড়াশুলি, পাথরা, যুগিশোল, নাইকানশোল সহ শুকনাখালি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ বিস্তীর্ণ এলাকায় গতকাল ভোর রাতে হাতির দল ঢুকে এলাকায় ব্যাপক ভাঙচুর চালায়। শুধু ঘর বাড়ি নয় এলাকার চাষের জমিতেও তাণ্ডব চালিয়ে ক্ষয়ক্ষতি করেছে দাঁতাল হাতির দল। মনে করা হচ্ছে, জঙ্গলে খাবার না থাকায় এবং সাধারণ মানুষের অত্যাচারে গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতির দল, তাণ্ডব চালাচ্ছে লোকালয়ে।এলাকাবাসীদের অভিযোগ বনদফতরের কোন ভূমিকাই দেখা যায় না। এলাকার মানুষ যাতে ক্ষতিপূরণ পান তার জন্য আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
Ranjan Chanda