পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় বাড়ি তৈরির জন্য গর্ত খোঁড়ার কাজ চলাকালীন বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ পথ।এলাকার স্থানীয় বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ির ভিত খোঁড়ার সময় মঙ্গলবার হঠাৎই দেখা যায় এই সুড়ঙ্গ পথের। চুন-সুড়কি ও পাতলা ইট দিয়ে তৈরি একটি সুড়ঙ্গ। ধারণা করা হচ্ছে, এটি বহু পুরানো কোনও স্থাপত্যের অংশ বিশেষ যা কালের নিয়মে মাটির তলায় চাপা পড়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: ডিসেম্বরেই তিন রাশির ভাগ্য বদল! গাড়ি, বাড়ি, টাকা সব হবে! সোনায় মুড়বে কপাল
এই খবর ছড়িয়ে পড়তেই অনিমা ঘোষের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। চাঞ্চল্যকর পরিস্থিতিতে পিংলা ব্লক প্রশাসন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পিংলা থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করেছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাটি ও ইটের নমুনা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। পুরানো ইতিহাসের সঙ্গে যুক্ত কোনও স্থাপত্যের সন্ধান পেতে পারে এই অঞ্চলের বাসিন্দারা। এমনই মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের তরফে।প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু হয়েছে।
রঞ্জন চন্দ