TRENDING:

Viral News | Snake: চন্দ্রবোড়া সাপের কামড় খেয়ে, সোজা সাপের পিছনে ছুটল যুবক! তারপর? ভাবতেও পারবেন না যা ঘটল

Last Updated:

Viral News | Snake: বিষাক্ত চন্দ্রবোড়া সাপের কামড়ে যন্ত্রণায় ছটফট করছে যুবক! সেই সঙ্গে রাগে মাথা ঝিনঝিন। সাপ কামড়ে পালাবে কোথায়? সোজা সাপের পিছনে ছুটল যুবক! তারপর যা ঘটল কেউ ভাবতে পারনি! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারুইপুর : সাপের কামড় খেয়েই একেবারে চন্দ্রবোড়া সাপ প্যাকেট বন্দি করে সটান বারুইপুর মহকুমা হাসপাতালে হাজির ধোসার বাসিন্দা রাজারাম সরদার। প্রতিদিনের মতো আজও ধান কাটার কাজ করছিলেন জয়নগর থানা এলাকার ধোসা বাসিন্দা প্রভাকর সরদার। কাজ করতে করতে হঠাৎ হাতে কি যেন কামড়ে নিয়েছে যন্ত্রণায় ছটফট করছে প্রভাকর। সাথে সাথে প্রভাকরের দাদা রাজারাম সরদার ছুটে আসে। এসে দেখে একটি চন্দ্রবোড়া সাপ কামড়ে দিয়ে চলে যাচ্ছিল। সেই সময় প্রভাকর সাপটিকে ধরে ফেলে। তারপর একটি প্লাস্টিকে করে সাপটিকে সঙ্গে করে নিয়ে ও ভাই প্রভাকরকে নিয়ে সটান চলে আসে। বারুইপুর মহাকুমা হাসপাতালে। নিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রভাকরের চিকিৎসা শুরু হয় বারুইপুর হাসপাতালে।
advertisement

এ ব্যাপারে আমরা প্রভাকরের দাদা রাজারাম সর্দার কে প্রশ্ন করা হয়, কি কারণে আপনি সাপটিকে প্লাস্টিক বন্দি করে হাসপাতালে নিয়ে আসেন?  সেই প্রশ্নের জবাবে তিনি আমাদেরকে জানান। আমরা শুনেছি, যদি যে সাপ কামড়েছে সেই সাপের নাম যদি সঠিক চিকিৎসকের কাছে বলা যায় তাহলে রোগী প্রাণে বেঁচে যায়। সেই কথা ভেবে আমি আমার ভাইকে ওই সাপটি কামড়িয়েছে বলে। আমি প্লাস্টিকে করে সাপটি চিকিৎসকের কাছে নিয়ে আসি। যাতে চিকিৎসা করাতে কোনরকম সমস্যা না হয়।

advertisement

আরও পড়ুন:  'ইউজার নট ফাউন্ড" মেসেজ পেয়েছেন ইনস্টাগ্রামে? কেন এই মেসেজ দেখানো হয় জানলে অবাক হবেন

এই ঘটনার খবর পেয়ে বারইপুর থানার পুলিশ হাসপাতালে আসে। এবং সাপটিকে উদ্ধার করে বনদফতরের এর হাতে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করে বারাইপুর থানার পুলিশ। এই ঘটনায় অবাক সকলেই। কামড় খেয়েও সাপটিকে ছাড়লেন না দুই ভাই। তবে তাঁদের বুদ্ধির তারিফ করলেও, ফের একটি অঘটন ঘটে যেতে পারত, এমনটাও মনে করা হচ্ছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
অন্ধকারে ঢেকে যায় গোটা গ্রাম, দাউদাউ করে জ্বলে মশাল, তারপরই বেরয় বড়মা-ছোটমা সঙ্গে ভৈরব
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News | Snake: চন্দ্রবোড়া সাপের কামড় খেয়ে, সোজা সাপের পিছনে ছুটল যুবক! তারপর? ভাবতেও পারবেন না যা ঘটল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল