TRENDING:

Viral News: রাস্তার নোংরা জমা ও নালার জলে স্নান বিজেপির পরাজিত প্রার্থীর! হলটা কী? অবাক কাণ্ড

Last Updated:

Viral News: কী কাণ্ড! সকাল সকাল গামছা গায়ে এলাকার নোংরা জমা নালার জলে নেমে স্নান শুরু করলেন এই ব্যক্তি! কারণ জানলে চমকাবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: রাস্তায় জমে রয়েছে জল, আর সেই জল যন্ত্রণায় রীতি মত অতিষ্ঠ এলাকার মানুষজন। পাশাপাশি ডেঙ্গি আতঙ্ক জেলা জুড়ে বৃদ্ধি পাওয়ায় চরম সমস্যায় পড়েছেন গোবরডাঙ্গা এলাকার মানুষেরা। আর এই অবস্থাতেই রাস্তার নোংরা জমা জলে বসে স্নান করতে দেখা গেল ওই ওয়ার্ডের বিজেপির পরাজিত প্রার্থীকে। নোংরা জলে বসে স্নান করে প্রতিবাদ জানান তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার পাশাপাশি গোবরডাঙ্গা পৌর এলাকাতেও বহু মানুষ অসুস্থ জ্বর নিয়ে, ফলে এলাকায় আতঙ্ক বেড়েছে ডেঙ্গির।
advertisement

আর তার মধ্যেই পৌরসভার দু’নম্বর ওয়ার্ডের রবীন্দ্র পল্লী এলাকায় বেশ কিছুদিন ধরে জমে রয়েছে জল। আর জমা জলের কারণে সমস্যায় পড়েছেন এলাকার প্রায় ৪০ টি পরিবার। জমা জলের সমস্যার হাত থেকে বাঁচতে স্থানীয় বেশ কয়েকটি পরিবার ঘরছাড়া বলেও জানান স্থানীয় মানুষজন। জমা জল ডেঙ্গি আতঙ্কের পাশাপাশি এলাকায় মশার উপদ্রবও চরম আকার ধারণ করেছে। আশপাশে গজিয়ে ওঠা জঙ্গলের বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। এই পরিস্থিতিতে এলাকার বেশ কয়েকজনের জ্বরের কারণে শারীরিক অবস্থা অবনতি ঘটেছে। তার ফলে ছড়িয়েছে ডেঙ্গু আতঙ্ক। আর এই পরিস্থিতিতে জল যন্ত্রণা বাসিন্দাদের মাথা ব্যাথার অন্যতম কারণ হয়ে উঠেছে।

advertisement

আরও পড়ুন:  নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর! চলত তিন কামরার এই ন্যারোগেজ ট্রেন! এখন কোথায়? জানুন

যদিও এ বিষয়ে কোন সদুত্তর মেলেনি ২ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধির কাছ থেকে। বহুবার জানিয়েও কোন কাজ হচ্ছে না এলাকার, বলে দাবি স্থানীয়দের। এলাকার জঞ্জাল পরিষ্কার থেকে শুরু করে ডেঙ্গি রোধে স্প্রে বা ব্লিচিং পাউডার ছড়ানোর কোন উদ্যোগই দেখা যাচ্ছে না প্রশাসনের তরফ থেকে। এলাকার মানুষজনের সমস্যা সহ্য করতে না পেরেই, বাধ্য হয়ে জমা জলে বসেই স্নান করে প্রতীকি প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন বিজেপির পরাজিত প্রার্থী রিপন কুমার বিশ্বাস।

advertisement

View More

আরও পড়ুন: 

যদিও বিষয়টি নিয়ে গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রধান শংকর দত্ত জানান, অপরিকল্পিত ভাবে ড্রেনেজ ব্যবস্থা থাকায় এই সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আমরা সব সময় মানুষের পাশে আছি, থাকব। বিরোধীরা জমা ওই নোংরা জলে স্নান করে, নোংরা রাজনীতি করছে। তবে এলাকার জমা জলের সমস্যার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। এখন কবে এই পরিস্থিতির পরিবর্তন হয়, আদৌও কতটা সুরাহা মেলে এই নোংরা জলে স্নান করে প্রতীকী প্রতিবাদের এখন সেটাই দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Rudra Narayan Roy

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: রাস্তার নোংরা জমা ও নালার জলে স্নান বিজেপির পরাজিত প্রার্থীর! হলটা কী? অবাক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল