Knowledge Story: নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর! চলত তিন কামরার এই ন্যারোগেজ ট্রেন! এখন কোথায়? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Knowledge Story: তিন কামরার এই ট্রেন দেখেছেন কখনও? চমকে দেওয়া ইতিহাস জানুন
সময়টা প্রায় ৭০ এর দশকের। নবদ্বীপের গঙ্গার পাড়ে ছিল "স্বরূপগঞ্জ"। এই স্বরূপগঞ্জেই ছিল ঝোপঝাড় আর বটের ঝুড়ির আবছায়ার ভিতর "নবদ্বীপ ঘাট" রেল স্টেশন। খেলনা বাড়ির মতো ছোট লাল স্টেশনঘরের সামনে সরু সরু দু-সারি রেললাইন। একটু দূরে গিয়ে মিলে গেছে আবার একসঙ্গে।(Reported By: Mainak Debnath)
advertisement
advertisement
সময় মতো পৌঁছে যেতে পারলে দেখা যেতো লাইনের উপর দাঁড়িয়ে খয়েরি বা সবুজ রঙের তিন কামরার এই রেলগাড়িটিকে। ইঞ্জিনের গায়ে লেখা থাকতো বড় বড় ইংরেজি অক্ষরের ER, জানা যায় আদতে এই গাড়িটি "মার্টিন কোম্পানির" তৈরি হলেও, স্বাধীনতার পরে "ইস্ট্রান রেলওয়ের" আন্ডারে চলে গিয়েছিল।(Reported By: Mainak Debnath)
advertisement
এই ছোটো রেললাইনের পোষাকি নাম ছিল "ন্যারো গেজ" বা "লাইট রেলওয়ে"। খুব ধীরে ধীরে চলতো এই ট্রেনটি। সর্বোচ্চ গতি ছিল প্রায় ঘন্টায় ১৫-২০ কিলোমিটারের মতো, যা চলন্ত গাড়ি থেকে একজন স্কুল বালকের নামাটা খুব একটা কঠিন কাজ ছিল না। অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। (Reported By: Mainak Debnath)
advertisement