জানা যায়, ২৫ সেমের এক ঘর ১৫০ টাকা দিয়ে লটারির কাটা হয়, তাও আবার ঋন নিয়ে সামসের মল্লিক নামে এক ব্যাক্তি। তারপর রেজাল্টের পর সেলার খবর দেয় ওই টিকিটে প্রথম পুরষ্কার এক কোটি টাকা পেয়েছে, সেলার টিকিট টি জমা নিয়ে এজেন্টের কাজে পাঠায় এবং এক সপ্তাহের মধ্যে পুর টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছেন। সামসের মল্লিকের ছোট্ট একটি পরিবার। দুই ছেলে, এক মেয়ে। তার মধ্যে একটি ছেলে প্রতিবন্ধী। বিড়ি বেঁধে কোন রকমে সংসার চালান তিনি, তবে টিকিট কাটা ছিল নেশা। যদিও টিকিট কেটে অনেক টাকা চলেও গিয়েছে আক্ষেপ তার গলায়। তবেস্বপ্ন ছিল এক দিন এক কোটি টাকা মিলবে অবশেষে সেই স্বপ্ন সত্যি হল। মিলল লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা।
advertisement
আরও পড়ুন: শীত এলেই হাঁপানি, শ্বাসকষ্ট শুরু? এই ফল খেলেই মিলবে মুক্তি! জানুন চিকিৎসকের মত
যদিও বিড়ি বাঁধার সঙ্গে যুক্ত রাতারাতি কোটিপতি শ্রমিক সামশের মল্লিক জানান, আমি বিড়ি বেঁধেই সংসার যাপন করি। টাকা কম থাকলেও এক ঘর টিকিট কেটেছিলাম। রেজাল্ট আসতেই দেখা যায় টিকিটে প্রথম পুরস্কার মিলেছে। আগামী দিনে এই টাকা পেলে ছেলে মেয়ের নামে রেখে দেওয়া হবে, আর ব্যবসাতে কাজে লাগাবো। তবে ছোট থেকেই লটারির টিকিট কাটা ছিল নেশা। এতদিনে বহু টাকা লটারিতে চলে গিয়েছে। আগামী দিনে আর লটারির টিকিট কাটবেন না বলেই বদ্ধ পরিকর হয়ে সিদ্ধান্ত নিয়েছেন সামশের মল্লিক।
আরও পড়ুন: পচা ডিম কিনছেন না তো? কী করে বুঝবেন ডিম নষ্ট কিনা? জানুন সহজ পদ্ধতি
এলাকার বাসিন্দা তপিকুল মল্লিক জানান, হত দরিদ্র লোক সামশের। তার দুই ছেলে এক মেয়ে। তার এক মেয়ের আগেই বিবাহ সম্পন্ন হয়েছে। তবে এক ছেলে প্রতিবন্ধী। তবে লটারির টিকিট কেটে এক কোটি টাকা পুরস্কার মিলেছে। ১৫০ টাকা দিয়ে ২৫সেমের টিকিট কাটা হয়। যা দিয়েই বাজিমাত ।রেজাল্ট আসতেই দেখা যাচ্ছে এক টিকিটেই প্রথম পুরস্কার মিলেছে তার ভাগ্য।আমরাও খুশি তার যে এই পুরস্কার মিলেছে তার জন্য। যদিও লটারির এজেন্ট মহিরুদ্দিন মল্লিক জানান, আমার চায়ের দোকানের পাশাপাশি লটারির দোকান আছে। টাকা না থাকা সত্ত্বেও ঋন নিয়ে ২৫ সেমের লটারির টিকিট কাটে। আর সেই টিকিট কাটতেই প্রথম পুরস্কার মিলেছে। বর্তমানে টিকিট লটারির ঘরে জমা দেওয়া হয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই মিলবে টাকা।
কৌশিক অধিকারী