TRENDING:

Viral News: বিড়ি বেঁধেই সংসার চলত! এখন তিনিই কোটিপতি! মাত্র দেড়শো টাকায় বদলে গেল কপাল

Last Updated:

Viral News: একেই বলে ভাগ্য! কপালে টাকা থাকলে কে আটকাবে! বিড়ি বাঁধার কাজ করেই বদলে গেল ভাগ্য! জানুন কী ঘটল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: একেই বলে ভাগ্য। কার ভাগ্য কখন সিঁকে ছেড়ে কেও বলতে পারেন না। ১৫০ টাকাতে রাতারাতি এক কোটি টাকার মালিক বিড়ি শ্রমিক সামশের মল্লিক । রেজিনগর তকিপুর পশ্চিমপাড়ার এক বাসিন্দা পেশায় বিড়ি শ্রমিক, বিড়ি বেঁধেই চলে দিন গুজরান। আর রাতারাতি হলেন কোটিপতি। মাত্র ১৫০টাকার বিনিময়ে ২৫ সেমের টিকিট কেটেছিলেন সামশের মল্লিক। আর সেই টিকিটেই মেলে প্রথম পুরস্কার। ভাগ্য খুলে মিলল এক কোটি টাকা।
advertisement

জানা যায়, ২৫ সেমের এক ঘর ১৫০ টাকা দিয়ে লটারির কাটা হয়, তাও আবার ঋন নিয়ে সামসের মল্লিক নামে এক ব্যাক্তি। তারপর রেজাল্টের পর সেলার খবর দেয় ওই টিকিটে প্রথম পুরষ্কার এক কোটি টাকা পেয়েছে, সেলার টিকিট টি জমা নিয়ে এজেন্টের কাজে পাঠায় এবং এক সপ্তাহের মধ‍্যে পুর টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছেন। সামসের মল্লিকের ছোট্ট একটি পরিবার। দুই ছেলে, এক মেয়ে। তার মধ‍্যে একটি ছেলে প্রতিবন্ধী। বিড়ি বেঁধে কোন রকমে সংসার চালান তিনি, তবে টিকিট কাটা ছিল নেশা। যদিও টিকিট কেটে অনেক টাকা চলেও গিয়েছে আক্ষেপ তার গলায়। তবেস্বপ্ন ছিল এক দিন এক কোটি টাকা মিলবে অবশেষে সেই স্বপ্ন সত্যি হল। মিলল লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা।

advertisement

আরও পড়ুন: শীত এলেই হাঁপানি, শ্বাসকষ্ট শুরু? এই ফল খেলেই মিলবে মুক্তি! জানুন চিকিৎসকের মত

যদিও বিড়ি বাঁধার সঙ্গে যুক্ত রাতারাতি কোটিপতি শ্রমিক সামশের মল্লিক জানান, আমি বিড়ি বেঁধেই সংসার যাপন করি। টাকা কম থাকলেও এক ঘর টিকিট কেটেছিলাম। রেজাল্ট আসতেই দেখা যায় টিকিটে প্রথম পুরস্কার মিলেছে। আগামী দিনে এই টাকা পেলে ছেলে মেয়ের নামে রেখে দেওয়া হবে, আর ব্যবসাতে কাজে লাগাবো। তবে ছোট থেকেই লটারির টিকিট কাটা ছিল নেশা। এতদিনে বহু টাকা লটারিতে চলে গিয়েছে। আগামী দিনে আর লটারির টিকিট কাটবেন না বলেই বদ্ধ পরিকর হয়ে সিদ্ধান্ত নিয়েছেন সামশের মল্লিক।

advertisement

View More

আরও পড়ুন: পচা ডিম কিনছেন না তো? কী করে বুঝবেন ডিম নষ্ট কিনা? জানুন সহজ পদ্ধতি

এলাকার বাসিন্দা তপিকুল মল্লিক জানান, হত দরিদ্র লোক সামশের। তার দুই ছেলে এক মেয়ে। তার এক মেয়ের আগেই বিবাহ সম্পন্ন হয়েছে। তবে এক ছেলে প্রতিবন্ধী। তবে লটারির টিকিট কেটে এক কোটি টাকা পুরস্কার মিলেছে। ১৫০ টাকা দিয়ে ২৫সেমের টিকিট কাটা হয়। যা দিয়েই বাজিমাত ।রেজাল্ট আসতেই দেখা যাচ্ছে এক টিকিটেই প্রথম পুরস্কার মিলেছে তার ভাগ্য।আমরাও খুশি তার যে এই পুরস্কার মিলেছে তার জন্য। যদিও লটারির এজেন্ট মহিরুদ্দিন মল্লিক জানান, আমার চায়ের দোকানের পাশাপাশি লটারির দোকান আছে। টাকা না থাকা সত্ত্বেও ঋন নিয়ে ২৫ সেমের লটারির টিকিট কাটে। আর সেই টিকিট কাটতেই প্রথম পুরস্কার মিলেছে। বর্তমানে টিকিট লটারির ঘরে জমা দেওয়া হয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই মিলবে টাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: বিড়ি বেঁধেই সংসার চলত! এখন তিনিই কোটিপতি! মাত্র দেড়শো টাকায় বদলে গেল কপাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল