TRENDING:

Viral News: চটকদার চেহারা, গায়ে পুলিশের উর্দি! সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় 'হিরো', অঙ্কিত আসলে কে? চূড়ান্ত ধোঁয়াশায় পরিবার

Last Updated:

Viral News: সোশ্যাল মিডিয়ায় হিরো হওয়ার নেশাতেই কি পুলিশ সেজে চলছিল নাটক? প্রায় এক বছরেরও বেশি সময় ধরে পুলিশ কনস্টেবলের পোশাক পরে ঘুরে বেড়ানো, সোশ্যাল মিডিয়ায় ছবি ও রিল পোস্ট করে, একপ্রকার এলাকায় 'হিরো' হতে চেয়েছিল গাইঘাটার অঙ্কিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গাইঘাটা: সোশ্যাল মিডিয়ায় হিরো হওয়ার নেশাতেই কি পুলিশ সেজে চলছিল নাটক? প্রায় এক বছরেরও বেশি সময় ধরে পুলিশ কনস্টেবলের পোশাক পরে ঘুরে বেড়ানো, সোশ্যাল মিডিয়ায় ছবি ও রিল পোস্ট করে, একপ্রকার এলাকায় ‘হিরো’ হতে চেয়েছিল গাইঘাটার অঙ্কিত। শেষ পর্যন্ত ভুয়ো পুলিশ পরিচয়ের অভিযোগে তাঁকে গ্রেফতার করে গাইঘাটা থানা। ২২ বছরের ওই ধৃত যুবকের নাম অঙ্কিত ঘোষ। বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গী এলাকায়।
advertisement

পুলিশ সূত্রে খবর, অঙ্কিত দীর্ঘদিন ধরেই পুলিশের পোশাক পরে নিজেকে এলাকার মানুষদের কাছে পুলিশ কর্মী হিসেবে পরিচয় দিচ্ছিলেন। কখনও রাস্তার ধারে, কখনও বা পরিচিতদের সঙ্গে পুলিশের পোশাকে তোলা ছবি সে পোস্ট করত সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে অনেকেই তাকে সত্যিকারের কনস্টেবল বলে ধরে নেন। স্থানীয় মহিলাদের মধ্যেও সে আলাদা জনপ্রিয়তা পায়। সম্প্রতি গাইঘাটা থানার পুলিশের কাছে বিষয়টি নিয়ে খবর আসে।

advertisement

আরও পড়ুনঃ ক্যালসিয়াম, আয়রনের খনি বর্ষার ‘এই’ সবুজ লম্বা সবজি! রোজই পাতে রাখুন, মহিলাদের রাখবে চিকিৎসকের থেকে দূরে

জানা গিয়েছে, এলাকার এক যুবক পুলিশের পরিচয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি জানতে পেরে অভিযুক্তের গতিবিধির উপর নজর রাখতে শুরু করে পুলিশ। এদিন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই প্রকাশ্যে আসিয়া আসল সত্য। তার কথাবার্তায় একাধিক অসঙ্গতি দেখা যায় বলেই জানিয়েছে পুলিশ। এরপর তাকে পুলিশে চাকরির বৈধ নথিপত্র দেখাতে বলা হলে, সে তা দেখাতে পারেনি। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একাধিক পুলিশের পোশাক, নেম-প্লেট ও কিছু ভুয়ো নথিও।

advertisement

View More

আরও পড়ুনঃ মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার! মহিলারা অফিস টাইমে বাড়ি বসে সহজেই ৬ কাজ করুন, পরিবারের স্তম্ভ হয়ে উঠবেন

পুলিশ জানিয়েছে, অঙ্কিত তার পরিবারকেও জানিয়েছিল যে সে পুলিশ কনস্টেবলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, বর্তমানে বিকাশ ভবনে পোস্টিং। প্রতিদিন নিয়ম করে পোশাক পরে বাড়ি থেকে বেরোতেন, যাতে কেউ সন্দেহ না করতে পারে। তার মা, বাবা ও দিদিও তাকে সত্যিকারের পুলিশ অফিসার বলেই মনে করতেন। গাইঘাটা থানা ইতিমধ্যেই ওই যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে, নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ঠিক কী উদ্দেশ্যে সে এই ছদ্মবেশ গ্রহণ করেছিল! এর পেছনে আরও অন্য কোনও মতলব রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: চটকদার চেহারা, গায়ে পুলিশের উর্দি! সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় 'হিরো', অঙ্কিত আসলে কে? চূড়ান্ত ধোঁয়াশায় পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল