পুলিশ সূত্রে খবর, অঙ্কিত দীর্ঘদিন ধরেই পুলিশের পোশাক পরে নিজেকে এলাকার মানুষদের কাছে পুলিশ কর্মী হিসেবে পরিচয় দিচ্ছিলেন। কখনও রাস্তার ধারে, কখনও বা পরিচিতদের সঙ্গে পুলিশের পোশাকে তোলা ছবি সে পোস্ট করত সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে অনেকেই তাকে সত্যিকারের কনস্টেবল বলে ধরে নেন। স্থানীয় মহিলাদের মধ্যেও সে আলাদা জনপ্রিয়তা পায়। সম্প্রতি গাইঘাটা থানার পুলিশের কাছে বিষয়টি নিয়ে খবর আসে।
advertisement
জানা গিয়েছে, এলাকার এক যুবক পুলিশের পরিচয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি জানতে পেরে অভিযুক্তের গতিবিধির উপর নজর রাখতে শুরু করে পুলিশ। এদিন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই প্রকাশ্যে আসিয়া আসল সত্য। তার কথাবার্তায় একাধিক অসঙ্গতি দেখা যায় বলেই জানিয়েছে পুলিশ। এরপর তাকে পুলিশে চাকরির বৈধ নথিপত্র দেখাতে বলা হলে, সে তা দেখাতে পারেনি। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একাধিক পুলিশের পোশাক, নেম-প্লেট ও কিছু ভুয়ো নথিও।
আরও পড়ুনঃ মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার! মহিলারা অফিস টাইমে বাড়ি বসে সহজেই ৬ কাজ করুন, পরিবারের স্তম্ভ হয়ে উঠবেন
পুলিশ জানিয়েছে, অঙ্কিত তার পরিবারকেও জানিয়েছিল যে সে পুলিশ কনস্টেবলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, বর্তমানে বিকাশ ভবনে পোস্টিং। প্রতিদিন নিয়ম করে পোশাক পরে বাড়ি থেকে বেরোতেন, যাতে কেউ সন্দেহ না করতে পারে। তার মা, বাবা ও দিদিও তাকে সত্যিকারের পুলিশ অফিসার বলেই মনে করতেন। গাইঘাটা থানা ইতিমধ্যেই ওই যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে, নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ঠিক কী উদ্দেশ্যে সে এই ছদ্মবেশ গ্রহণ করেছিল! এর পেছনে আরও অন্য কোনও মতলব রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Rudra Narayan Roy