TRENDING:

Nadia News: উচ্চশিক্ষায় মেলেনি চাকরি! রানাঘাটে ভাইরাল 'বিএড ফুচকা দিদি'... গল্প শুনলে অবাক হবেন

Last Updated:

পূজা বর্তমানে পয়সা জমিয়ে একটি গাড়ি তৈরি করেছেন প্রতিদিন বাড়ি থেকে ফুচকার গাড়ি রেডি করে রানাঘাট শহরের স্বামী বিবেকানন্দ রোডের ধারে ফুচকা বিক্রি করছেন 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট: উচ্চশিক্ষায় পাশ করে চাকরি না মেলায় সংসারের হাল ধরতে ফুচকা বিক্রি করছেন পূজা।আড়াই বছর বয়সে বাবা ছেড়ে চলে গিয়েছেন, এরপর থেকে সংসারের হাল ধরতে মা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে সংসার চালাচ্ছেন। বাড়িঘর বলতে সরকারি জায়গায় ছোট্ট একটি ঘরে মা-মেয়ের সংসার। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার খরচ চালিয়ে গিয়েছেন মামা। কিন্তু মামার পক্ষেও পূজার পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু খরচ যোগাবে কে ? কোথায় পাবেন অর্থ? নাচ করেছেন, মুক্তমঞ্চে গান গেয়েছেন। তারপর এই সিদ্ধান্ত।
advertisement

পূজার মা মিনা দেবী বলেন, ‘পূজার যখন বয়স আড়াই বছর তখন থেকে বাবা নিখোঁজ। এরপর থেকেই লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে সংসার চালাচ্ছি। আমরা বর্তমানে রানাঘাট স্টেশন সংলগ্ন চাবি গেট এলাকায় সরকারি জায়গায় বসবাস করি। তবে মেয়ে পড়াশোনার খরচ নিজেই জোগাড় করত। পড়াশোনা শিখলেও চাকরি জোটেনি কপালে, তাই নিজের বুদ্ধিতে ফুচকার দোকান খুলল। তবে মেয়ে এখন আর আমাকে লোকের বাড়িতে কাজ করতে দেয় না।’

advertisement

আরও পড়ুনঃ কাশ্মীরে শুরু তুমুল অ্যাকশন! বিস্ফোরণে উড়ল পহেলগাঁও হামলার লস্কর জঙ্গির বাড়ি, এবার টার্গেট সরাসরি পাকিস্তান?

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পূজা বর্তমানে পয়সা জমিয়ে একটি গাড়ি তৈরি করেছেন। প্রতিদিন বাড়ি থেকে ফুচকার গাড়ি রেডি করে রানাঘাট শহরের স্বামী বিবেকানন্দ রোডের ধারে ফুচকা বিক্রি করছেন। পূজার আক্ষেপ, বিএড (BEd) পাশ করে যখন চাকরি পাননি, তখন এই প্রতিষ্ঠানের নাম রেখেছেন বিএড( BEd) ফুচকা দিদি।  ক্রেতারা বলেন, “দিদিকে দেখে অনেক মেয়েরাই উৎসাহিত হবেন। কোনও কাজে লজ্জা নেই, সৎ ভাবে সব কাজ করা যায়” ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: উচ্চশিক্ষায় মেলেনি চাকরি! রানাঘাটে ভাইরাল 'বিএড ফুচকা দিদি'... গল্প শুনলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল